পগবা তুমি কার, মেসি নাকি রোনালদোর?


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৮, ০১:০০ পিএম
পগবা তুমি কার, মেসি নাকি রোনালদোর?

বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য পল পগবা। রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই তারকা ফুটবলার।এরপর থেকেই ক্লাব গুলোর নজরে পগবা।গুঞ্জণ উঠেছে বার্সায় যোগ দিতে পারেন সৃজনশীল এই মিডফিল্ডার। ইনিয়েস্তার পরিবর্তে অধিনায়ক মেসির নাকি প্রথম পছন্দ ফরাসী পগবা। গুঞ্জণটা আরেকটু ডালাপালা মেলেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোর সাথে পগবার সম্পর্কের ফাটলের কারণে। 

পরিষ্কারভাবে কিছু না বললেও ম্যানইউতে হ্যাপি নন, এমন ইঙ্গিত মিলেছে পগবার কথায়। লেস্টার সিটির বিপক্ষে জয়ের পর তিনি বলেন, 'যদি আপনি হ্যাপি না থাকেন, তবে সেরাটা দিতে পারবেন না। এমন অনেক বিষয় আছে যা আমি বলতে পারি না, বললে শাস্তি হবে।'

আর এতেই পগবার বার্সা যোগ দেওয়ার গুঞ্জণ আরো শক্তিশালী হয়েছে। এদিকে বার্সাও নাকি পগবাকে পেতে তাদের দুই ফুটবলারকে ছাড়তে রাজি। ৯ আগস্ট ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদল শেষ হলেও আগামী ৩১ আগস্ট পর্যন্ত খোলা স্প্যানিশ ক্লাবের বাজার। হাতে আছে আরও দুই সপ্তাহের বেশি। তাই যে কোন সময় পগবা ছাড়তে পারে ম্যানইউ।

আরো পড়ুন: কোথায় ভিড়ছেন উইলিয়ান?

তবে এরই মধ্যে নতুন খবর চাউর হয়েছে পগবাকে নাকি জুভেন্টাসে চাইছে দলটির নয়া তারকা রোনালদো। 'ডন ব্যালন'-এর প্রতিবেদনে এসেছে, রোনালদো নাকি জুভেন্টাস কর্তাদের চাপাচাপি করছেন পগবাকে দলে নেয়ার চেষ্টা করতে। অনেকেই মনে করছেন, মেসির সঙ্গে পগবার সম্ভাব্য জুটি ঠেকাতেই তলে তলে এমন বুদ্ধি করছেন পর্তুগিজ যুবরাজ। না হয়, এত মানুষ থাকতে পগবার দিকে এমন সময়ে তার নজর পড়লো কেন!

২০১৬ সালে রেকর্ড ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই জুভেন্টাস থেকেই ম্যানচেস্টার উইনাইটেডে যোগ দিয়েছিলেন পগবা। এখন দেখার বিষয় সাবেক ক্লাব নাকি মেসির প্রতি মন গলে পগবার! নাকি মরিনহো ঝামেলা চুকে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবে থেকে যাবেন পগবা। তবে ৩১ আগস্টের আগ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। 

গোনিউজ২৪/টিআই

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর