ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

রোনালদো-দিবালা ম্যাজিকে ৫-০ গোলে জয়


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৩, ২০১৮, ০৮:৫৩ এএম
রোনালদো-দিবালা ম্যাজিকে ৫-০ গোলে জয়

ওল্ড লেডিদের ক্লাবে যোগ দেয়ার পর প্রথম ম্যাচে রিয়ালের বিপক্ষে নামেননি ক্রিস্টিয়ানো রোনালদো। কারণ হিসেবে জানা যায়, বিশেষ অনুরোধ। হ্যাঁ, ঠিকই। রোনালদো জুভিদের ‘বিশেষ অনুরোধ’ করেছিলেন যাতে সাবেক ক্লাবের বিপক্ষে তাকে না নামানো হয়। 

তবে ঠিকই কয়েকদিনের ব্যবধানে জুভেন্টাসের জার্সি পরে সমর্থকদের সামনে নিজেকে প্রদর্শনের সুযোগ পেলেন সিআরসেভেন। আর জুভেন্টাসের জার্সি গায়ে মাঠে নামার আট মিনিটেই প্রথম গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ম্যাচটি ছিল পুরোপুরি প্রস্তুতিমূলক। প্রতিপক্ষ জুভেন্টাসের ‘বি’ টিম। ভিলার পেরোসায় অনুষ্ঠিত এই ম্যাচে জুভেন্টাস সিনিয়র দল তাদের ‘বি’ টিমকে হারিয়েছে ৫-০ গোলে। 

আরো পড়ুন:মেসিদের মৌসুম শুরু সুপার কাপ জিতে
 
ম্যাচটিতে আট মিনিটের মাথায় ফেডেরিকো বার্নাডেসচির লং পাস রিসিভ করে সোজা গোলবারে ঢুকিয়ে দেন রোনালদো। জুভেন্টাসের দ্বিতীয় গোলেও অবদান ছিল রোনালদোর। তবে জুভেন্টাস বি টিমের গোলরক্ষক রিকার্ডো ক্যাপেলিনি নিজের ভুলে নিজেই জালে বল জড়িয়ে দেন। পাওলো দিবালা করেন দলের হয়ে তৃতীয় গোল। দিবালার এই গোলেও অবদান ছিল ফেডেরিকোর। তিনি ডগলাস কস্তার সঙ্গে পাস দেয়া-নেয়া করে বল নিয়ে এগিয়ে যান এবং শেষে দিবালাকে পাস দেন। আর ৪০ মিনিটের মাথায় ৪-০ করেন ডগলাস কস্তা।

এরপর দ্বিতীয়ার্ধের পরই ৫-০ করে ফেলেন ক্লদিও মারচিসিও। দিবালা এবং স্যামি খেদিরা মিলে বল নিয়ে গেলে সেটা পেয়ে যান মারচিসিও এবং গোল করেন।

প্রসঙ্গত, প্রস্তুতিমূলক ম্যাচটিতে প্রথমার্ধের সময়ই তুলে নেয়া হয় রোনালদোকে। 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ