ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কোথায় ভিড়ছেন উইলিয়ান?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৮, ১১:৪৮ এএম
কোথায় ভিড়ছেন উইলিয়ান?

চলতি সিজনে ব্রাজিল উইঙ্গার উইলিয়ানকে ভিড়াতে চেলসিকে ৬০ মিলিয়ন অফার করে বার্সেলোনা। কিন্তু চেলসি তাদের ডাকে সাড়া দেয়নি। কারণ হিসেবে অপেক্ষাকৃত কম ট্রান্সফার ফি এবং উইলিয়ানের ম্যানচেস্টার প্রীতিকে বড় করে দেখে ফুটবল বিশ্লেষকরা। 

তারপরও সম্প্রতি গুঞ্জন উঠে, আসন্ন সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর ব্রাজিল তারকা। তবে এসবকে হাওয়ায় উঠিয়ে দিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলেন উইলিয়ান।

চেলসিতে থাকাকালীন কোচ কান্তের মূল প্লেয়ার ছিলেন উইলিয়ান। তাই তো সাবেক কোচকে প্রতিটি মুহুর্তে মিস করেন তিনি। তারপরও নিজের মতো করে খেলা চালিয়ে যাচ্ছেন। জড়তা কাটাতে বার বার কথা বলছেন নতুন কোচের সঙ্গে। এ বিষয়ে মিডিয়াকে ব্রাজিল উইঙ্গার বলেন, ‘আমি এখনেই আছি এবং চেলসির হয়েই খেলতে চাই যতক্ষন না পর্যন্ত ওরা আমাকে বিক্রি করে দেয়।’ 

প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে চেলসি। ম্যাচটিতে দলকে অ্যাটাকিং মুডে খেলিয়েছেন কোচ সাররি। আর এতে দারুণ খুশি উইলিয়ান। এ বিষয়ে বলেন, ‘আমরা এভাবেই শুরু করতে চেয়েছি। মনে হচ্ছে খুবই ভালো করেছি। এছাড়া সবসময় নিজেদের কাছে বল রাখতে চেষ্টা করেছি। এক কথায় হুদার্রফিল্ডের বিপেক্ষ আমরা আসাধারণ গেইম খেলেছি এবং নিজেদের প্রমাণ করেছি।’

আরো পড়ুন: দলবদল নিয়ে প্রকাশ্যে উইলিয়ান

এ সময় সতীর্থ জার্গিনহোর প্রশংসা করে তিনি বলেন, ‘জার্গিনো নিঃসন্দেহে ভালো খেলেছে। সে কোয়ালিটিফুল প্লেয়ার। আগামী সপ্তাহে আর্সেনালের বিপক্ষে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, আর সেখানে এই যাত্রা অব্যাহত রাখতে হবে।’

লক্ষ্যণীয় যে, কোচ সাররি সব সময় অ্যাটাকিং ফুটবলে বিশ্বাসী। আর বিষয়টি বেশ উপভোগ করছেন উইলিয়ানও। কোচের প্রশংসা করে অবশেষে বলেন, ‘অ্যাটাকিং খেলার মতো হ্যার্জাড-প্রেদোর মতো আমাদের অসংখ্য প্লেয়ার রয়েছে। তাছাড়া আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি অ্যাটাকিং খেলার জন্য।’ 

প্রসঙ্গত, এর আগে গোল.কমকে দেয়া আরেক সাক্ষাৎকারে উইলিয়ান বলেছিলেন, ‘এখন ক্লাবে আমাদের নতুন সার্কেল তৈরি হয়েছে। নতুন কোচের সঙ্গে ভালোভাবে কথোপকথন হয়েছে আমার। আশা করি, এ বছর সে আমাদের জয় এনে দিতে কার্যকরী ভূমিকা রাখবে।’-গোল.কম

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ