অবরোধ না তুললে আলোচনা নয়, স্পষ্ট জানিয়ে দিল কাতার


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০১৭, ০২:৩১ পিএম
অবরোধ না তুললে আলোচনা নয়, স্পষ্ট জানিয়ে দিল কাতার

কাতারের ওপর অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপকারী আরব রাষ্ট্রগুলো তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করলে ওইসব দেশের সঙ্গে কোনও আলোচনা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাতারি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি।

দোহাভিত্তিক গণমাধ্যম আল জাজিরাসহ কাতারের অভ্যন্তরীণ কোনও ব্যাপারে আলোচনার কথা উড়িয়ে দিয়ে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘কাতার অবরোধে আছে, কোনও আলোচনা নয়। আলোচনা শুরু করতে হলে তাদের অবরোধ প্রত্যাহার করতে হবে।

শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি আরও বলেন, ‘এখন পর্যন্ত অবরোধ তুলে নেয়ার ব্যাপারে আমরা কোনও অগ্রগতি দেখছি না। যেকোনও ধরনের অগ্রগতির জন্য অবরোধ প্রত্যাহারই হচ্ছে পূর্বশর্ত।’

কাতারি পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা বাহরাইনের পক্ষ থেকে তারা এখনও কোনও দাবি দাওয়ার তালিকা পাননি। উপসাগরীয় ছয় জাতির সংগঠন গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সংক্রান্ত যেকোনও বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেও সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, ‘যা কিছু তাদের সঙ্গে সম্পৃক্ত নয়, তা নিয়ে আলোচনা হবে না। আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। আল জাজিরা কাতারের ব্যাপার, আঞ্চলিক সম্পর্কের বিষয়টিও একান্তই কাতারের ব্যাপার। আমরা আমাদের নিজস্ব বিষয় নিয়ে কোনও আলোচনা করব না।’

আরব রাষ্ট্রগুলোর সঙ্গে মধ্যস্থতায় কুয়েতের আমিরই মুখ্য ভূমিকা পালন করছে বলেও জানান শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি। তিনি বলেন, অবরোধ চলতে থাকলে সৌদি আরবের আঞ্চলিক প্রতিপক্ষ ইরানসহ অন্যদের সঙ্গে নিয়ে চলবে কাতার। তার ভাষায়, ‘আমাদের বিকল্প পরিকল্পনা আছে, যা তুরস্ক, কুয়েত এবং ওমানকে নিয়ে করা হবে। আমাদের বিমানের জন্য আকাশপথ খুলে দিয়েছে ইরান। এছাড়া যারা আমাদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে সক্ষম- এমন সব রাষ্ট্রের সঙ্গেই কাজ চালিয়ে যাচ্ছি আমরা।’

গত ৫ জুন ‘সন্ত্রাসবাদে সমর্থন’ দেয়ার অভিযোগ তুলে কাতারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব এবং তার মিত্র মিসর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। পরে এই তালিকায় যুক্ত হয় মালদ্বীপ এবং লিবিয়া ও ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকার। ওই অভিযোগকে শুরু থেকেই ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করে আসছে কাতারি প্রশাসন।

গো নিউজ২৪/ আরএস

এ সম্পর্কিত আরও সংবাদ


আন্তর্জাতিক বিভাগের আরো খবর