রিয়ালের পথে মোহাম্মদ সালাহ!


প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৮, ১০:২৬ পিএম
রিয়ালের পথে মোহাম্মদ সালাহ!

টানা তিনবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়। স্বাভাবিকভাবেই পরের বছর উয়েফা সুপার কাপের অন্যতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, রোনালদো থাকলে কি এতটা বাজেভাবে পরাজয় ঘটতো রিয়াল মাদ্রিদের?

অন্যদিকে রোনালদো দল ছেড়েছেন এক মাসের বেশি হলো। অথচ এখনও তার জায়গায় মানসম্পন্ন কাউকে নিতে পারেনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। 

নেইমার, কিলিয়ান এমবাপে, এডেন হ্যাজার্ডকে চেয়েও ব্যর্থ দলটি এবার চোখ দিয়েছে লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর দিকে। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম ডনব্যালন।

আরো পড়ুন: দায়িত্ব পাওয়ার পর মেসির নতুন ঘোষণা

রোমা ছেড়ে লিভারপুলে নাম লেখানোর পর থেকেই নিজের স্বেপ্নের ফর্মে আছেন সালাহ। গত মৌসুমে ক্লাবের হয়ে ৪৪টি গোল করেছেন এ মিশরীয়। কিন্তু ডনব্যালনের দাবি তারপরও সালাহর সঙ্গে শীতল সম্পর্ক বিরাজ করছে কোচ ইয়র্গেন ক্লপের। আর এর ফায়দা তুলে নিতে চাইছে রিয়াল। খুব শিগগীরই সালাহকে কেনার জন্য অফার দেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

এদিকে কিছুটা ঝামেলার মাঝে আছেন সালাহ। দুদিন আগে গাড়ি চালানোর সময়ে মোবাইল ফোন চালানোর একটি ভিডিও ভাইরাল হয়। পুলিশ এ বিষয়ে তদন্তও করছে। স্প্যানিশ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে লিভারপুল থেকে এ বিষয়ে তেমন সাহায্য পাচ্ছেন না সালাহ। সব মিলিয়ে দলের প্রতি অসন্তুষ্ট এ স্ট্রাইকার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সালাহ প্রসঙ্গে আলোচনা হয়েছে রিয়াল কোচ জুলেন লোপেতেগি ও প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের। চলতি গ্রীষ্মের দলবদলে খেলোয়াড় কিনতে ৩৩০ মিলিয়ন ইউরো বাজেট পাচ্ছেন লোপেতেগি। তার মধ্যে লিভারপুল তারকাকে কিনতে ২০০ মিলিয়ন ইউরোর খরচ করবে দলটি।

গোনিউজ২৪/এএস

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর