ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হটাৎ অবসরের ডেটলাইন দিলেন লুকাকু


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৮, ০৮:৪৩ পিএম আপডেট: আগস্ট ১৬, ২০১৮, ০৯:০৯ পিএম
হটাৎ অবসরের ডেটলাইন দিলেন লুকাকু

রাশিয়া বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করেছেন রোমেলু লুকাকু। প্রথম দুই ম্যাচেই করেছিলেন জোড়া গোল। এরপর গোল না করতে পারলেও দলের সেরা সাফল্য এনে দিতে রেখেছেন দারুণ অবদান। সেই লুকাকু এখনই ভাবছেন অবসরের কথা। আগামী ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর আর বেলজিয়ামের হয়ে খেলবেন না বলেই জানিয়েছেন এ ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

এমন নয় যে বয়সের ভারে নুয়ে পড়েছেন লুকাকু। বয়সটা মাত্র ২৫। কাতার বিশ্বকাপে তার বয়স হবে ২৯। পারফরম্যান্সও কর চলেছেন দুর্দান্ত। বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। ৭৫ ম্যাচে করেছেন ৪০ গোল। কিন্তু তারপরও ২০২০ ইউরো খেলেই থেমে যাবেন বলে জানান লুকাকু। বিজনেস ইনসাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইউরোর পর আমার মনে হয় আমি থেমে যাব।’

আরো পড়ুন: ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফ্রান্স, বাকিরা কে কোথায়?

মূলত উঠতি তরুণদের পারফরম্যান্সই মনে ধরেছে তার। পাশাপাশি নিজেও সেরা ছন্দ ধরে রাখতে না পারায় হতাশ। আগামী বিশ্বকাপে তাই তরুণদের জন্য জায়গাটা ছেড়ে দিতে চান লুকাকু, ‘আমার এখন ২৫ চলছে। আমার মনে আমি সেরা ছন্দে নেই। এখনই আমি তরুণদের সঙ্গে প্রতিযোগিতা দেখি। তারা আমার জায়গাটা নিতে চায়। আমি তাদের হতাশ করতে চাই না। আর দুই বছর। এরপর তারা এটা নিতে পারবে।’

বেলজিয়ামের ইতিহাসের সেরা দল নিয়ে অংশ নিয়েছিল রাশিয়া বিশ্বকাপে। লক্ষ্য ছিল শিরোপা জয়। কিন্তু সেমি ফাইনালে ফ্রান্সের কাছে হেরে হৃদয় ভাঙে তাদের। তবে ইংলিশদের হারিয়ে তৃতীয় স্থান পায় দলটি। তবে এ সোনালী প্রজন্ম আগামীতে ভালো কিছু আনবেন বলে আশা করছেন লুকাকু।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ