‘সোনার খনি’ মেসির যৌক্তিক বিদায়ে কষ্ট আর্জেন্টিনার


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৮, ০৩:১৩ পিএম
‘সোনার খনি’ মেসির যৌক্তিক বিদায়ে কষ্ট আর্জেন্টিনার

গতমাসে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া বলেছিলেন, মেসি স্টেডিয়ামে আসলে দর্শক আসে, নচেৎ না। আর সে যদি অবসরে যায় তবে বড় ধরনের হুমকির মুখে পড়বে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। তাই এই মুহুর্তে মেসির অবসর চায় না আর্জেন্টিনা।

যদিও এর আগে ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই জানিয়েছিলেন মেসি। কিন্তু পরে তাকে বিশেষ অনুরোধ করে তাকে ফেরানো হয়। কিন্তু সর্বশেষ মঙ্গলবার (১৪ আগস্ট) মেসির সাময়িক অবসরে কিছুটা হলেও চিন্তায় ফেলে দিবে দেশটির বোর্ডকে। কারণ তারা মোটেও চায় না তাদের ‘সোনার খনি’ মেসির অবসর।

আরো পড়ুন: আর্জেন্টাইন জার্সিতে না খেলার সিদ্ধান্ত মেসির

যদিও আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসি সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে কনে তারই স্বদেশি ফরোয়ার্ড কার্লোস তেভেস। টিওয়াইসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসি যদি আর জাতীয় দলে না ফেরে, তার কারণটা যৌক্তিক। আপনি দেয়ার পরও সমালোচনার শিকার হলে তা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমিও তেমন অবস্থার ভেতর দিয়ে গিয়েছি। একটা সময় আপনি জাতীয় দলে আর খেলতে চাইবেন না।’

গোনিউজ২৪/এআর
 

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর