ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

নতুন কোচের সিদ্ধান্তে ক্যারিয়ার শেষ মেসির!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ৮, ২০১৮, ০৭:১৮ পিএম
নতুন কোচের সিদ্ধান্তে ক্যারিয়ার শেষ মেসির!

বেশ কিছুদিন আগে আর্জেন্টাইন ফুটবল বোর্ড থেকে বলা হয়েছিল, দেশীয় ফুটবলকে আর্থিক ক্ষতিপূরণ থেকে বাঁচানোর জন্য হলেও মেসির ক্যারিয়ারটা দীর্ঘ করা উচিত। এর জন্য বার্সা তারকার সঙ্গে ঘটা করে বসার কথা তাদের। এসময় বোর্ড থেকে আরো জানানো হয়, মেসি খেললে দর্শকরা মাঠে আসে নচেৎ না। আর বিষয়টি বেশ ভাবায় বোর্ডকে।

কিন্তু বাস্তবতা হলো, এক দিন না একদিন দেশের জার্সি আলমারিতে তুলে রাখতে হবে মেসিকে। তবে তা কবে কখন?

হিসেব বলছে, মেসির বর্তমান বয়স ৩১। ২০২২ বিশ্বকাপে তা ৩৫ পেরিয়ে যাবে। আরো সুনির্দিষ্টভাবে বললে, কাতার বিশ্বকাপে ৩৫ বছর ৫ মাসে গিয়ে দাঁড়াবে মেসির রিয়েল এইজ। তাই স্বভাবত যে কারো মনে প্রশ্ন আসতে পারে বিশ্বকাপে আর্জেন্টিনা দলে থাকবেন তো মেসি? থাকলেও কতটা অপরিহার্য ভূমিকা থাকবে তার? 

প্রশ্নগুলো ছুটে গিয়েছিল আর্জেন্টিনার নতুন কোচ লিওনেল স্কালোনির কাছে। এ বিষয়ে তার বক্তব্য, ‘আমার মনে হয় না মেসির সঙ্গে কথা বলার এখনই উপযুক্ত সময়। তবে ওকে (মেসি) আমি খুব ভালোভাবেই চিনি। ওর সঙ্গে কথা বলা নিয়ে খুব বেশি ভাবছি না।’ 

সামনের মাসেই আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আছে। গুঞ্জন চাউর হয়েছে ম্যাচগুলোতে নেয়া হবে না মেসিকে। এ বিষয়ে কোচ বলেছেন, ‘নতুন একটা দল গড়ার সময় এসে গেছে। অবশ্যই লিও চাইবে জাতীয় দলের হয়ে খেলে যেতে। তবে ওকে দলে সম্পৃক্ত করতে হবে একটু একটু করে। আমি মনে করি, দলের ভিত্তিটা আগে ঠিক করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, কোনো একজন (মেসি) আমাদের বাঁচিয়ে দেবে এই ভাবনা থেকে বেরিয়ে এসে একটা দল গড়া নিয়ে চিন্তা করতে হবে। এখনকার বাকি দলগুলোর দিকে দেখুন, ওরা কীভাবে বিশ্বকাপে খেলে। দল হয়ে খেলার বিকল্প নেই।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ