সেরাদের তালিকায় বাংলাদেশীদের জয়জয়কার


তারিকুল প্রকাশিত: মার্চ ১৭, ২০১৮, ০১:০৭ পিএম
সেরাদের তালিকায় বাংলাদেশীদের জয়জয়কার

জয়ের খরা কাটিয়ে শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রফিতে স্বরূপে বাংলোদেশ। স্বাগতিকদের হটিয়ে ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে মুশফিক-রিয়াদরা। ব্যাটে-বলে গোটা সিরিজ জুড়েই দারুণ ছন্দে রয়েছে টাইগার প্রতিনিধিরা। তিন জাতি সিরিজের সেরা পাঁচ বোলার ও ব্যাটসম্যানের তালিকায় বাংলাদেশীদের আধিক্য। 

বিশেষ করে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। চলমান নিদাহাস ট্রফিতে তার ব্যাটে ভর করে স্মরনীয় জয় পায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে যেখানে শেষ করছেন ভারতের বিপক্ষে যেন সেখান থেকেই শুরু করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। যদিও সেই ম্যাচে ‘ওয়ান ম্যান আর্মি’  মুশফিকের অপরাজিত ৭২ রান দলকে জেতাতে পারেনি। শুক্রবার ভায়রা ভাই রিয়াদের বীরত্বে ম্যাচে তিনি ২৫ বলে ২৮ রান করেন। মুলত মুশফিক-তামিমের জুটি ম্যাচের ভীত গড়ে দেয়। চার ম্যাচে ২ ফিফটিতে ৯৫ গড়ে মুশফিকের সংগ্রহ ১৯০ রান।  স্ট্রইক রেট ১৪৭।  সমান ম্যাচ খেলে ১ ফিফটিতে ১৩৯ রান নিয়ে তালিকায় ৪র্থ অবস্থানে আছেন ওপেনার তামিম ইকবাল। 

দেখে নিন নিদাহাস সর্বোচ্চ রান সংগ্রহকারীর ৫ ব্যাটসম্যানের তালিকা-


বোলিং ডিপার্টমেন্টেও বাংলাদেশীদের জয়জয়কার।  সেরা পাঁচ বোলোরের ২ জনই বাংলাদেশী। ৪ ম্যাচে ৬ উইকেট নিয়ে ভারতের সার্দুল ঠাকুরের সাথে যুগ্নভাবে দ্বিতীয় অবস্থানে কাটার মাষ্টার মোস্তাফিজ। ৬ উইকেট নিয়ে তৃতীয় অবস্তানে রুবেল। 

দেখে নিন নিদাহাস সর্বোচ্চ উইকেট শিকারি ৫ বোলারের তালিকা-


গোনিউজ/টিআই

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর