বিকেলে মাঠে নামছে রিয়াদ, রাতে মোস্তাফিজ


তারিকুল প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ১০:৪৮ এএম
বিকেলে মাঠে নামছে রিয়াদ, রাতে মোস্তাফিজ

পাকিস্তানের সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরে খেলছেন পাঁচ বাংলাদেশি। তামিম-সাকিব ও সাব্বির রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পেশওয়ার জালমিতে। রিয়াদ খেলছেন গত আসরের রানার্সআপ কোয়েটা গ্লাডিয়েটর্সে।এছাড়া লাহোর কালান্দারর্সের প্রতিনিধিত্ব করবেন মোস্তাফিজ।

২২ ফেব্রুয়ারী শুরু হওয়া এই আসরে আজ থাকছে দুটি খেলা। বিকেল সাড়ে পাঁচটায় মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটা গ্লডিয়েটর্স খেলবেন শহীদ আফ্রিদির করাচি কিংসের বিপক্ষে। রাত ১০টায় মোস্তাফিজের লাহোরের মুখোমুখি হবে নবাগত মুলতান সুলতানস।

এই ম্যাচ দিয়েই পিএসএলে অভিষেক হতে পারে কাটার মাষ্টার মোস্তাফিজের। 

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স স্কোয়াড:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), কেভিন পিটারসেন, রাইলি রুশো, মাহমুদউল্লাহ রিয়াদ, আসাদ শফিক, শেন ওয়াটসন, জোফরা আর্চার, জ্যাসন রয়, রশিদ খান, মোহাম্মদ নওয়াজ, আনোয়ার আলি, উমার আমিন, মির হামজা, রাহাত আলি, রমিজ রাজা জুনিয়র, সাদ আলি, সাদ শাকিল ও হাসান খান। 

লাহোর কালান্দার্স স্কোয়াড:
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), উমর আকমল, সুনিল নারাইন, মোস্তাফিজুর রহমান, ফখর জামান, ইয়াসির শাহ, মিচেল ম্যাকক্লেনাঘান, ক্যামেরন ডেলপোর্ট, ক্রিস লিন, আমির ইয়ামিন, দিনেশ রামদিন, অ্যান্তন ডেভিচ, বিলওয়াল ভাট্টি, সোহেল খান, বিলাল আসিফ, রাজা হাসান, সোহেল আখতার, শাহিন শাহ আফ্রিদি, ইমরান খান জুনিয়র, সালমান ইরশাদ, গুলরাইজ সাদাফ ও গুলাম মুদাসসর। 

গোনিউজ/টিআই 

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর