ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিএসএলে বড় তারকারা কে কোন দলে


গো নিউজ২৪ | তারিকুল প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ০৯:৫৪ এএম
পিএসএলে বড় তারকারা কে কোন দলে

গতকাল ২২ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের।প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি ৭ উইকেটে পরাজিত হয় নবাগত মুলতান সুলতানসের কাছে। পেশওয়ার জালমি হয়ে খেলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান।পেশওয়ার স্কোয়াডে থাকলেও ইনজুরির কারনে সাকিবের পিএসএল খেলার সম্ভাবা খুবই কম।আরেক বাংলাদিশি সাব্বির পেশওয়ার স্কোয়াডে থাকলেও তার একাদশে খেলার সুযোগ হয়েনি।

চার-ছক্কার জনপ্রিয় এই টুর্নামেন্টে খেলছেন বিশ্বের নামি দামি সব ক্রিকেটাররা। গত দুই আসরে পাঁচ দল খেললেও এবারের আসরে খেলবে ছয় দল। পিএসএলের নবাগত ফ্রাঞ্চইজি মুলতান সুলতানস। 

এছাড়া গত আসরের মতো এই আসরেও মিাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে এবং কাটার মাষ্টার মোস্তাফিজ খেলবে লাহোর কালান্দার্সের হয়ে।  

একনজরে পিএসএল ২০১৮-তে কোন তারকা কোন দলে:- 

পেশোয়ার জালমি:
ড্যারেন স্যামি (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ হাফিজ, সাকিব আল হাসান, কামরান আকমল, আন্দ্রে ফ্লেচার, রিকি উইসেলস, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, হারিস সোহেল, ক্রিস জর্ডান, খুশদিল শাহ, মোহাম্মদ আসগার, ডোয়াইন ব্রাভো, লিয়াম ডসন, সাব্বির রহমান, হাম্মাদ আযম, সাদ নাসিম, তৈমুর সুলতান, উমাইদ আসিফ, সামিন গুল ও ইবতিসাম শেখ। 

করাচি কিংস:
ইমাদ ওয়াসিম (অধিনায়ক), শহীদ আফ্রিদি, রবি বোপারা, বাবর আযম, মোহাম্মদ আমির, কলিন মুনরো, এউইন মরগান, উসমান খান, কলিন ইনগ্রাম, জো ডেনলি, লেন্ডল সিমন্স, টাইমল মিলস, ডেভিড উইজি, উসামা মির, খুররম মনজুর, মোহাম্মদ রিজওয়ান, তাবিশ খান, মোহাম্মদ ইরফান জুনিয়র, মুশতাক আহমেদ, শফিউল্লাহ বাঙ্গাস ও হাসান মহসিন। 

লাহোর কালান্দার্স:
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), উমর আকমল, সুনিল নারাইন, মোস্তাফিজুর রহমান, ফখর জামান, ইয়াসির শাহ, মিচেল ম্যাকক্লেনাঘান, ক্যামেরন ডেলপোর্ট, ক্রিস লিন, আমির ইয়ামিন, দিনেশ রামদিন, অ্যান্তন ডেভিচ, বিলওয়াল ভাট্টি, সোহেল খান, বিলাল আসিফ, রাজা হাসান, সোহেল আখতার, শাহিন শাহ আফ্রিদি, ইমরান খান জুনিয়র, সালমান ইরশাদ, গুলরাইজ সাদাফ ও গুলাম মুদাসসর। 

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), কেভিন পিটারসেন, রাইলি রুশো, মাহমুদউল্লাহ রিয়াদ, আসাদ শফিক, শেন ওয়াটসন, জোফরা আর্চার, জ্যাসন রয়, রশিদ খান, মোহাম্মদ নওয়াজ, আনোয়ার আলি, উমার আমিন, মির হামজা, রাহাত আলি, রমিজ রাজা জুনিয়র, সাদ আলি, সাদ শাকিল ও হাসান খান। 

ইসলামাবাদ ইউনাইটেড:
মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ সামি, আন্দ্রে রাসেল, রুম্মন রইস, শাদাব খান, লুক রনকি, ফাহিম আশরাফ, স্যাম বিলিংস, স্যামুয়েল বদ্রি, অ্যালেক্স হেলস, স্টিভেন ফিন, সামিট প্যাটেল, ইফতিখার আহমেদ, আমাদ ভাট, আসিফ আলি, জাফর গোহার, শাহিবজাদা ফারহান, রোহেইল নাজির ও হুসাইন তালাত। 

মুলতান সুলতানস:
শোয়েব মালিক (অধিনায়ক), কাইরন পোলার্ড, কুমার সাঙ্গাকারা, সোহেল তানভির, মোহাম্মদ ইরফান, ইমরান তাহির, ড্যারেন ব্রাভো, আহমেদ শেহজাদ, জুনায়েদ খান, শোয়েব মাকসুদ, ইরফান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, নিকোলাস পুরান, রস হুইটলি, আব্দুল্লাহ শফিক, সাইফ বদর, হার্দাস ভিলিয়ন ও উমর গুল। 

গোনিউজ/টিআই 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ