প্রধানমন্ত্রীর কাছে এমপি মনিরের বিচার চাইলো ছাত্রলীগ


স্টাফ করেসপন্ডেন্ট, যশোর প্রকাশিত: জুলাই ২০, ২০১৭, ০৯:০৬ পিএম
প্রধানমন্ত্রীর কাছে এমপি মনিরের বিচার চাইলো ছাত্রলীগ

যশোর: যশোর-২ আসনের এমপি মনিরুল ইসলাম মনিরের সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতি ও লুটপাটের তদন্ত করে তাকে বিচারের আওতায় আনার দাবি করেছেন তার সংসদীয় এলাকা চৌগাছা উপজেলা ছাত্রলীগের নেতারা।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমপি মনিরুল ইসলামের সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করা হয়। 

এরআগে ৯ জুলাই ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে এমপি মনিরুলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিলেন। ঝিকরগাছা-চৌগাছা উপজেলা নিয়ে যশোর-২ আসন। এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে এমপি হন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসাইন বলেন, গত ১৮ জুলাই সংসদ সদস্য মনিরের পোষ্য বাহিনীর সদস্য মন্মথপুর গ্রামের চুনুর ছেলে গালকাটা শামীম, ফয়সাল, পানুর ছেলে ইমরান, ইকরাম, জলিলের  ছেলে শাহাজালাল, মান্নানের ছেলে আলম, চাঁদ শুকুরের ছেলে মিজানুর রহমান, চৌগাছা গোডাউনপাড়ার বারেকের ছেলে রুবেল, কালীতলাপাড়ার অধীরের ছেলে সুমনসহ অজ্ঞাত ৭-১০ জন সন্ত্রাসী তার বৃদ্ধ বাবা আবদুল খালেকের (৬৮) ওপর হামলা চালায়। তারা হত্যার উদ্দেশ্যে খালেককে গুরুতর জখম করে। আহত খালেককে যশোর  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া সন্ত্রাসীরা তাকে এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান রাজুকে হত্যার উদ্দেশ্যে চৌগাছা বাজারে খোঁজাখুঁজি করতে থাকে। 

চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরো বলেন, এমপি মনিরের আশ্রিত চিহ্নিত সন্ত্রসীদের হাতে আওয়ামী লীগনেতা মাস্টার সিরাজুল ইসলাম, সোলাইমান হোসেন ও খোকনসহ অনেক নেতা জখমসহ পঙ্গুত্ব বরণ করেছেন। এতে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

সংবাদ সম্মেলনে ছৌগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুজ্জাম রাজু, সাবেক সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান রেজা, ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৯ জুলাই ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ এমপি মনিরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছিলেন। অভিযোগের ব্যাপারে এমপি মনির মুঠোফোনে বলেছিলেন, অভিযোগের কোন ভিত্তি নেই। সম্পূর্ণ উদ্দেশ্যে প্রণোদিত।

গো নিউজ২৪/এন

এ সম্পর্কিত আরও সংবাদ


রাজনীতি বিভাগের আরো খবর