পেঁয়াজের ৪টি উপকারিতা জেনে নিন


নিউজ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৮, ০১:১৬ পিএম
পেঁয়াজের ৪টি উপকারিতা জেনে নিন

পেঁয়াজের উপকারিতা সম্পর্কে আমরা কম-বেশী সকলেই জানি।আসুন আজকে আমরা জেনে নিব পেঁয়াজের ৪টি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে

১। জ্বর-সর্দিতে অসাধারণ কাজ করে: ঠান্ডা লাগার ফলে গলা ব্যথা, সর্দি-কাশি, জ্বর, অ্যালার্জি বা সামান্য গা ব্যথায় দারুণ কাজ করে। সামান্য      পেঁয়াজের রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খান। জলদি সেরে উঠবেন।

২। নাক থেকে রক্ত পড়া বন্ধ: গ্রীষ্মে বা শীতে অনেকের নাক থেকে রক্তপাত হয়। যদি এ সময়ে কাছাকাছি পেঁয়াজ থাকে তাড়াতাড়ি কেটে তার ঘ্রাণ       নিতে থাকুন। রক্তপাত কমে যাবে বা একেবারে বন্ধ হয়ে যাবে।

৩। হজমশক্তি বাড়ায়: যাদের হজমে সমস্যা রয়েছে তাঁরা রোজ একটু কাঁচা পেঁয়াজ খান। পেঁয়াজ খাবার হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম বাড়াতে সাহায্য করে। যার ফলে দ্রুত খাবার হজম হয়।

৪। ত্বকের সমস্যা মেটায়: পোকামাকড়ের কামড় হোক, বা রোদে পোড়া ট্যান, কিংবা ব্রণ-ফুস্কুরি, এ সবের সমস্যা থাকলে সে সমস্ত জায়গায় একটু পেঁয়াজের রস লাগান। একটু কুটকুট করতে পারে, তবে দ্রুত কাজ করবে।

গোনিউজ২৪/এমএএস

স্বাস্থ্য বিভাগের আরো খবর