অতিরিক্ত টিভি দেখলে হতে পারে ক্যান্সার!


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ৩১, ২০১৮, ০৪:০৫ পিএম
অতিরিক্ত টিভি দেখলে হতে পারে ক্যান্সার!

ঢাকা : অতিরিক্ত টিভি দেখার ফলে কী হতে পারে? এমন প্রশ্নে যে কেউ হয়তো বলবেন দৃষ্টি শক্তি হৃাস পাবে। কিন্তু তেমনটি নয়, অতিরিক্ত টিভি দেখতে হতে পারে জীবনঘাতী বেশ কয়েকটি অসুখ। সম্প্রতি এমন আশঙ্কার কথাই বলেছেন স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী।
 
এক গবেষণায় দেখা গেছে বেশিক্ষণ টিভি দেখার ফলে মানবদেহে বাসা বাঁধতে পারে ক্যান্সার, হৃদরোগের মতো মরণব্যাধিও। ফলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি। বেশি মাত্রায় টিভি বা কম্পিউটার নিয়ে সময় কাটালে শরীরের নার্ভগুলো শিথিল হয়ে যায়। 

গবেষকরা প্রায় চার লাখ মানুষের উপর পরীক্ষা করে জানিয়েছেন, দিনে সাড়ে তিন ঘণ্টার বেশি টিভি দেখলে যে কেউ ক্যান্সার, হৃদরোগ, ডায়বেটিস, ইনফুয়েঞ্জা, নিউমোনিয়া, প্যারালাইসিস ও লিভার সমস্যায় আক্রান্ত হতে পারেন।

গবেষণায় দেখা গেছে, যারা দিনে তিন থেকে চার ঘণ্টা টিভি দেখে, তাদের মধ্যে অন্তত ১৫ শতাংশ একই ধরনের অসুখে মারা যায়। আর দিনে এক ঘণ্টার কম টিভি দেখে এমন লোকদের সাধারণত স্বাভাবিক মৃত্যু হয়।

 

গো নিউজ২৪/আই

স্বাস্থ্য বিভাগের আরো খবর