শিশু অঙ্কনকে বাঁচাতে প্রয়োজন AB+ রক্ত


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২১, ২০১৮, ০১:৫৯ পিএম
শিশু অঙ্কনকে বাঁচাতে প্রয়োজন AB+ রক্ত

ঢাকা : মাত্র সাড়ে সাত বছরের ছোট্ট সোনামণি অংকন। মা-বাবার কত আদরের সে। মায়ের অনেক স্বপ্ন, ছেলেকে মানুষের মত মানুষ করবে। কিন্তু আজ এই স্বপ্ন অন্ধকারের পথে। অঙ্কনের জীবন আজ মারাত্বক ঝুঁকিতে। তার ব্লাড ক্ষতিকর ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। যে কারনে নাক-মুখ দিয়ে অনবরত গলগল করে রক্ত বের হচ্ছে।

এ অবস্থায় অঙ্কনের জন্য রক্তের প্রয়োজন। তার রক্তের গ্রুপ AB পজেটিভ।

শিশুটি ঢাকার শ্যামলি শিশু হাসপাতালের ৬ তলায় ৬১৫ নাম্বার কেবিনে চিকিৎসাধীন রয়েছে।

পরিবারের পক্ষ থেকে শিশুটিকে রক্ত দানে এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রক্ত দিতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন :
শ্যামলি শিশু হাসপাতাল
লিফটের ৫, ৬ তলা, ৬১৫ নাম্বার কেবিন।
মোবাইল: 01711463896 (অংকনের নানা)
ইমার্জেন্সি নাম্বার : 01768137664

 

গো নিউজ২৪/আই

স্বাস্থ্য বিভাগের আরো খবর