স্তন ক্যান্সারের ‍‍`ঝুঁকি‍‍` কমার উপায়


অনলাইন ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ১০:৫৭ এএম
স্তন ক্যান্সারের ‍‍`ঝুঁকি‍‍` কমার উপায়

যদি ঋতুচক্র বন্ধ হওয়া নারীরা দৈনিক যদি ১ ঘণ্টা করে হাঁটেন তাহলে তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যাবে-এমন তথ্য উঠে এসেছে একটি গবেষণায়। বিবিসিতে প্রকাশিত এক খবরে এ তথ্য দেওয়া হয়েছে।

আমেরিকান ক্যান্সার সোসাইটি নামে ওই গবেষণা প্রতিষ্ঠানটি ১৯৯২-৯৩ সালের দিকে ৯৭ হাজার ৭৮৫ জন নারীর উপর একটি জরিপ পরিচালনা করে। পরিচালিত জরিপে অংশগ্রহণকারী নারীদের বয়স ছিল ৫০ থেকে ৭৪ বছরের মধ্যে।

তাদের প্রশ্ন করা হয়, আপনারা প্রতিদিন কত সময় ধরে হাঁটেন, সাঁতার কাটেন অথবা অনুরূপ শারীরিক শ্রমের সঙ্গে যুক্ত কিনা? পাশাপাশি টেলিভিশন দেখা ও বই পড়ার ক্ষেত্রে তারা কতটা সময় ব্যয় করেন-এসব বিষয়ে প্রশ্ন করাসহ স্বাস্থ্য সম্পর্কিত বেশকিছু প্রশ্ন তাদের করা হয়।

দুই বছর পর পর একইভাবে তাদেরকে অনুরূপ প্রশ্ন করা হয়। পরবর্তীতে সকল তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, যেসব নারী প্রতি সপ্তাহে সাত ঘণ্টা করে হাঁটেন, তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি ১৪ শতাংশ কমে যায়।

গবেষক দলটির প্রধান ডা. অল্পা প্যাটেল জানান, হাঁটাহাঁটি ছাড়াও বেশি বেশি পরিশ্রম জনিত কাজও এই ঝুঁকি কমাতে সহায়তা করে।

 

গো নিউজ২৪/জা আ 

স্বাস্থ্য বিভাগের আরো খবর