গ্রামাঞ্চলে সৌরশক্তিচালিত অ্যাম্বুলেন্স


গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৭, ০৬:৪১ পিএম
গ্রামাঞ্চলে সৌরশক্তিচালিত  অ্যাম্বুলেন্স

ঢাকা: বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চলাচল উপযোগী বিশেষ এক অ্যাম্বুলেন্স তৈরির কাজ করছেন গবেষকরা। তিন চাকার এবং সরু রাস্তায় চলাচলের উপযোগী এসব সৌরচালিত ভ্যান অ্যাম্বুলেন্স এ বছরই রাস্তায় নামতে পারে।
 
তিন চাকার ভ্যানের উপরে তৈরি হলেও অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় উপকরণ থাকবে। তবে সেটি পুরোটাই চলবে সৌরশক্তিতে। এমনকি রাতের বেলা চলার জন্যও প্রয়োজনীয় শক্তির যোগান দেবে একটি ব্যাটারি, যা দিনের বেলা চার্জ হবে সৌরশক্তিতে। ফলে বিদ্যুৎ নেই এমন অঞ্চলেও ব্যবহার করা যাবে এসব অ্যাম্বুলেন্স। মোটের উপর এবড়ে থেবড়ো মেঠো পথ কিংবা পিচঢালা রাস্তা-সব জায়গাতেই চলাচলের উপযোগী এসব অ্যাম্বুলেন্স।
 
বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় গাড়ি নির্মাতা কোম্পানির সমন্বিত উদ্যোগে তৈরি হচ্ছে বিশেষ এই অ্যাম্বুলেন্স। ইতোমধ্যে একটি নমুনা পরীক্ষাও করা হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ রাস্তায় নামানো যাবে সেগুলো। 

এই প্রকল্পের প্রধান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একেএম আব্দুল মালেক আজাদ এই প্রসঙ্গে বলেন, ‘‘প্রত্যন্ত অঞ্চলের ক্লিনিকগুলোর জন্য কম খরচের এসব অ্যাম্বুলেন্স ভালো উপায় হতে পার বলে আমি মনে করি। তাছাড়া সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে আমরা বিদ্যুৎ ব্যবহারের প্রাত্যহিক খরচ কমাতে এবং পরিবেশ বাঁচাতে পারি।”

গোনিউজ২৪/এম

স্বাস্থ্য বিভাগের আরো খবর