নকলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০


জুবাইদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:  প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৮, ০৩:৫৫ পিএম
নকলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাহিদ মিয়া (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার পাইস্কা এলাকার ঢাকা-শেরপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নাহিদ সদর উপজেলার বাজিতখিলা গ্রামের মৃত ফকির মিয়ার ছেলে। ওই ঘটনায় আরো অন্তত ২০ জন বাসযাত্রী আহত হয়েছেন। 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নকলা উপজেলার পাইস্কা এলাকার ঢাকা-শেরপুর মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক ও নালিতাবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকচালকসহ বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়। 

আরো পড়ুন : নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

পরে স্থানীয়দের সহযোগিতায় শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক নাহিদ মিয়াকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 
ওই দুর্ঘটনায় ঢাকা-শেরপুরে মহাসড়কে দু’ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও নকলা থানা পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টিকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 


গো নিউজ২৪/আই
 

এ সম্পর্কিত আরও সংবাদ


দেশজুড়ে বিভাগের আরো খবর