ঢাকা শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জাপা নেতার বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ১৩, ২০১৮, ০৯:৩১ পিএম
জাপা নেতার বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ

ঢাকা : শরীয়তপুর জেলা জাতীয় পার্টির (জাপা) সদস্য সচিব নান্নু মুন্সীর বিরুদ্ধে এক মাদরাসা ছাত্রকে (১০) হাত-পা বেঁধে পাশবিক নির্যাতন (বলাৎকার) করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১১ আগস্ট) রাতে মাদরাসা সংলগ্ন নিজ বাড়িতে নিয়ে এ বলাৎকার করেন। এ সময় ওই ছাত্রের পায়ুপথ রক্তাক্ত হয়। রোববার রাতে অসুস্থ্য ওই ছাত্রকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নান্নু মুন্সী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে।

ছাত্রের পারিবারিক সূত্র জানায়, শরীয়তপুর সদর উপজেলার বাসিন্দা ওই ছাত্রের পরিবার নড়িয়া উপজেলায় থেকে ব্যবসা করে। ওই ছাত্রের বাবা ছেলেকে কোরআনে হাফেজ করতে শরীয়তপুর পৌরসভার বাঘিয়া এলাকায় মাহমুদিয়া হাফেজি মাদরাসায় ভর্তি করেন। তিনদিন যাবৎ বাঘিয়া গ্রামের মৃত মুন্সী মাহমুদ আলীর ছেলে জাপা নেতা লম্পট নান্নু মুন্সীর পরিবারের লোকজন বাড়িতে না থাকায় তাকে সঙ্গ দেয়ার জন্য ১০ বছর বয়সী ওই ছাত্রকে তার বাসায় পাঠায় মাদরাসার শিক্ষক হাফেজ ইয়াসিন।

গত শনিবার রাতে ওই ছাত্রের হাত-পা বেঁধে জোরপূর্বক পায়ুপথে বলাৎকার করে নান্নু। এতে ওই ছাত্রের পায়ুপথ ফেটে গিয়ে রক্তাক্ত হয়। বিষয়টি মাদরাসার শিক্ষক ও লম্পট নান্নু মুন্সী ধামাচাপা দিতে চেষ্টা করে। রোববার বিকেলে ছাত্রের বাবা-মা বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে রাত ৯টার দিকে আহত ছাত্রটিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ওই ছাত্র বলেন, প্রতি দিনই লম্পট নান্নু মুন্সী আমাকে ডিস্টার্ব করত। শনিবার রাতে নান্নু মুন্সী আমার হাত-পা বেঁধে পায়ুপথ দিয়ে খারাপ কাজ করে। আমি কান্নাকাটি ও চিৎকার করেও রক্ষা পাইনি। আমি সকালে মাদরাসায় এসে শিক্ষককে ঘটনা জানাই। তখন শিক্ষক বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন।

ওই ছাত্রের বাবা অভিযোগ করে বলেন, পরবর্তীতে নান্নু মুন্সীকে ডেকে ইয়াছিন হুজুর মীমাংসার চেষ্টা করেন।

শিক্ষক হাফেজ ইয়াসিন বলেন, নান্নু মুন্সি মাদরাসার প্রতিষ্ঠাতার ছেলে হওয়ায় ওই ছাত্রসহ দুই ছাত্রকে তার বাসায় পাঠাই। পরে ছাত্রের কাছ থেকে ঘটনা জানার পর নান্নু মুন্সীকে জিজ্ঞেস করি। নান্নু মুন্সি ঘটনা স্বীকার করে ওই শিক্ষককে মীমাংসার দায়িত্ব দেন বলেও জানান শিক্ষক ইয়াসিন।

তিনি বলেন, পরবর্তীতে মাদরাসার সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুস ছালাম বেপারী এবং ছাত্রের মা-বাবাকে ঘটনাটি জানাই। এর মধ্যে আমাকে না বলে বাড়ি চলে যায় ওই ছাত্র।

 

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা