ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নাচছেন শামীম, হাসছেন আইভী!


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০১৮, ০৩:০৩ পিএম আপডেট: জানুয়ারি ১৮, ২০১৮, ১২:০৬ পিএম
নাচছেন শামীম, হাসছেন আইভী!

ঢাকা : নেতাকর্মী বেষ্টিত হয়ে রাস্তা দিয়ে হেটে আসছেন নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। ওদিক থেকে ধেয়ে আসছে সংসদ সংদস্য শামীম ওসমানের অনুসারীরা। শামীম এর অনুসারীরা আইভীর সামনা সামনি। উভয় পক্ষ থেকে ছুড়ে মারছে একের পর এক ফুল। ফুলে ফুলে রঙ্গিন হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রাজপথ। কিছুক্ষণের মধ্যে আসলেন স্বয়ং শামীম ওসমান। আইভী তাকে দেখে সালাম জানালেন। শামীমও ছোট বোনের মতো স্নেহ করলেন আইভীকে। দুজনে এক হয়ে গরীব, অসহায় হতদরিদ্র হকারদের বিষয়ে সুন্দর কোনো পদক্ষেপ নিলেন। গরীব হকাররা খুশি হয়ে দোয়া করলেন দুজনের জন্য। 

কী স্বপ্ন মনে হচ্ছে ? আসলেই স্বপ্ন। নিউজ রুমে বসে জেগে জেগে স্বপ্ন দেখছি আমি। তবে বাস্তবে এমন যদি হতো, কেমন হতো ?

এমন যদি হতো, একমাত্র ছেলের বিয়ের দাওয়াত কার্ড নিয়ে আইভীর বাড়িতে হাজির হয়েছেন শামীম ওসমান। আইভী হাসিমুখে তাকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন, দাওয়াত কবুল করলের। স্বপরিবারে গেলেন শামীম ওসমানের বাড়িতে।

এমন যদি হতো, ছেলের বিয়েতে আনন্দে কিশোর-কিশোরীদের সঙ্গে নাচছেন শামীম। পাশে দাড়িয়ে হাসছেন আইভী ?

এমন যদি হতো, শামীমের দেয়া শাড়ী পরে অফিস করছেন আইভী। টিভি টকশোতে নারায়ণগঞ্জের উন্নয়নের চিত্র তুলে ধরে গৌরবের হাসিতে ফেটে পরছেন দু’জন।

যদি এমন হতো, সভা সমাবেশের শুরুতে নারায়ণগঞ্জের রাজনীতির ধারক, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অন্যতম দুই প্রতিষ্ঠাতা একেএম শামছুজ্জোহা এবং আলী আহাম্মদ চুনকাকে স্বরণ করেছেন দুজনই।

এমন যদি হতো, সৌহার্দ্যতার উজ্জল দৃষ্টান্ত হিসেবে শামীম-আইভীকে দেশবাসীর কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জের সফলতায় সাধুবাদ জানিয়ে ফোন করছেন ওবায়দুল কাদের। আইন শৃংখলা পরিস্থিতি উন্নতির কারণে দুজনকে পুরস্কৃত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এমন যদি হতো, নারায়ণগঞ্জের সকল মানুষের মুখে শামীম-আইভীর গুনগান। একই মঞ্চে দু’জন। ভাষণের ফুলকীতে আনন্দের রব, মুহুমুহু করতালী, স্লোগান ‘জয় বাংলার’।

এমন যদি হতো, তবে কেমন হতো ?

গো নিউজ২৪/আই

মতামত বিভাগের আরো খবর
নারীরা,মনের দাসত্ব থেকে আপনারা কবে বের হবেন?

নারীরা,মনের দাসত্ব থেকে আপনারা কবে বের হবেন?

আন্তর্জাতিক শিক্ষা দিবস ও আমাদের শিক্ষা ব্যবস্থা

আন্তর্জাতিক শিক্ষা দিবস ও আমাদের শিক্ষা ব্যবস্থা

সুচন্দার কষ্টে আমরাও সমব্যথী

সুচন্দার কষ্টে আমরাও সমব্যথী

প্রিন্টমিডিয়ার অন্তর-বাহির সংকট

প্রিন্টমিডিয়ার অন্তর-বাহির সংকট

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো দরকার যেসব কারণে

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো দরকার যেসব কারণে

সিলেটের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ

সিলেটের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ