ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

দলে ফিরলেন সেরা অলরাউন্ডার, বাদ পড়বেন কে?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৮, ০৯:৩০ এএম আপডেট: আগস্ট ১৫, ২০১৮, ১২:৫০ পিএম
দলে ফিরলেন সেরা অলরাউন্ডার, বাদ পড়বেন কে?

ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস নির্দোষ, মঙ্গলবার (১৪ আগস্ট) রায় জানাল ব্রিস্টল ক্রাউন কোর্ট। আদালতে বেকসুর খালাস হলেও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখোমুখি হতে হবে এই ইংলিশ অলরাউন্ডারকে। তার সঙ্গেই ইসিবির আতস কাচের তলায় পরীক্ষিত হবেন অ্যালেক্স হেলসও।

তবে বেন স্টোকসের ফেরাতে আরো শক্তিশালী হলো ইংল্যান্ড। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবে বেন স্টোকস। শনিবার (১৮ আগস্ট) থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট।’ কারণ, প্রথম টেস্টে এই অলরাউন্ডারই ছিলেন ব্রিটিশদের জয়ের অন্যতম কাণ্ডারি।

লর্ডস টেস্ট জয়ের পর ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে ২-০-তে এগিয়ে থাকা ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজ টেস্টের জন্য কোনও রদবদল করেননি জো রুট। অপিরিবর্তিই আছে ইংল্যান্ড দল। ব্যাটে বল না ছুঁইয়ে, একটা ডেলিভারি না করেও দলে আছেন আদিল রাশিদ। দলে রাখা হয়েছে দুই টগবগে তরুণ কুরান এবং অলি পোপও।

আরো পড়ুন: তৃতীয় টেস্টে ডাক পেলেন বাদ পড়া ইংলিশ অলরাউন্ডার

শনিবার শুরু হবে তৃতীয় টেস্ট। একদিকে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে নামবে থ্রি লায়নসরা। অন্যদিকে মরণ কামড় দিতে লড়াইয়ে নামবে বিরাটের ভারত। ‘ডু অর ডাই’ ম্যাচে ভারতীয় দলে আসতে পারে বড় পরিবর্তন। বিরাটই ভারতের একমাত্র টেস্ট অধিনায়ক যার নেতৃত্বে খেলা প্রতিটি টেস্টেই পরিবর্তন দেখেছে ভারত। আর এবারের ইংল্যান্ড সফর ভারতের কাছে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। লর্ডসে ব্যাটিং বিপর্যয়ের পর বিরাটও মেনে নিয়েছেন দল পরিবর্তনে ভুল হয়েছে। এমন অবস্থায় ব্রিটিশদের বিরুদ্ধে কাকে বসিয়ে কাকে খেলাবে, তা নিয়ে সংশয়ে  গোটা দল। আর অন্যদিকে ঠিক উল্টো চিত্র ইংল্যান্ড শিবিরে। কাকে নিয়ে কাকে ছাঁটবে, ভেবেই পাচ্ছে না ইংল্যান্ড। উইনিং কম্বিনেশনই থাকবে নাকি, স্টোকসকে দলে ঢুকিয়ে আরও শক্তিশালী হবে ব্রিটিশরা এটাই এখন বড় প্রশ্ন! 

স্টোকসের জায়গায় সুযোগ পাওয়া ক্রিস ওকস ছিলেন লর্ডস টেস্টের ম্যাচ সেরা। সুযোগটা ভালো ভাবে লুফে নিয়েছে ওকস।এদিকে তরুণ স্যাম কুরান ব্যাটে-বলে আছেন দুর্দান্ত ফর্মে। যদি পরিবর্তন আসে সেক্ষেত্রে আদিল রশিদকে জায়গা ছাড়তে হবে তাহলে ট্রেন্ট ব্রিজে পাঁচ পেসার নিয়ে নামবে ইংল্যান্ড। বোঝাই যাচ্ছে আরেকটা বোলিং পিস দেখা যেতে পারে। সেক্ষেত্রে আবার গতি-সুইং সামলাতে হতে পারে ভারতীয় ব্যাটসম্যানদের।     

গোনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ