ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

তৃতীয় টেস্টে ডাক পেলেন বাদ পড়া ইংলিশ অলরাউন্ড


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৮, ০৯:৪৬ পিএম
তৃতীয় টেস্টে ডাক পেলেন বাদ পড়া ইংলিশ অলরাউন্ড

পাঁচ ম্যাচ সিরিজে ভারতকে প্রথম দুই ম্যাচ হারানোর পর এক প্রকার কটাক্ষ করে ইংলিশ অধিনায়ক জো রুট বলেছিলেন, ‘এটা (৫-০) একটা স্বপ্ন হতে পারে, পাঁচটি পরিপূর্ণ পারফরম্যান্স করে পাঁচটি জয়।’ আর সেই স্বপ্ন নিয়ে টেন্ট ব্রিজ টেস্টের (তৃতীয়) জন্য ১৩ সদস্যর দল ঘোষণা করেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই দলে ছিলেন না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। মূলত তার উপর ঝুলে থাকা মামলার শুনানির কারণে রাখা হয়নি তাকে। অবশেষে রায় দেওয়া হয়েছে।

জুরির রায়ে নির্দোষ প্রমাণিত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার স্টোকস। রায় শুনানির পরপরই তাকে সংযুক্ত করা হয়েছে ১৮ আগস্ট ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টের স্কোয়াডে। তবে দেখার বিষয় একাদশে সুযোগ পায় কিনা। কারণ বদলি হিসেবে লর্ডস টেস্টে নেমে দারুণ পারফরমেন্স করেছেন ক্রিস ওকস। একাদশে জায়গা পেয়েই ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন ওকস। বল হাতেও পেয়েছেন উইকেট। 

আরো পড়ুন: শচীন-সৌরভ ও লক্ষণকে সরিয়ে দিচ্ছে বিসিসিআই

স্টোকসকে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে ইংল্যান্ড স্কোয়াডে রাখা হবে বলে নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবির এক মুখপাত্র বলেছেন, “শনিবার ট্রেন্টব্রিজে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে ইংল্যান্ড স্কোয়াডে যোগ দেবেন বেন স্টোকস।

তিনি বলেন, “সপ্তাহব্যাপী চলা মামলার শুনানি সম্বন্ধে বোর্ড অবহিত আছে, এবং কিছু ব্যাপারে বোর্ড আরও বিস্তৃত পর্যালোচনা করবে।” 

অবশ্য মামলা থেকে অব্যাহতি পেলেও ইসিবির অভ্যন্তরী ডিসিপ্লিনারি কমিটির সামনে হাজির হতে হবে স্টোকসকে। সঙ্গে ডাকা হতে পারে অ্যালেক্স হেলসকেও। 

“আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ক্রিকেট ডিসিপ্লিন কমিশন, সিডিসি ডিসিপ্লিনারি প্রক্রিয়া শুরু করবে।” 

উল্লেখ্য, ব্রিস্টলে গত বছরের ২৫ সেপ্টেম্বর নাইটক্লাবের বাইরে মারামারিতে জড়িয়ে পড়ার পর গ্রেফতার হয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার। যে মামলার শুনানি শুরু হয়েছিল গত ৬ আগস্ট। 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ