ছিলেন নেট বোলার, পেয়ে গেলেন অভিষেকের স্বাদ


খেলা ডেস্ক প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ০৮:৪২ এএম
ছিলেন নেট বোলার, পেয়ে গেলেন অভিষেকের স্বাদ

শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে নেয়া কোনো ক্রিকেটারকেই যেন বাদ রাখল না ভারতীয় ক্রিকেট দল। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক করানো হয়েছিল চার খেলোয়াড়কে। আর  শেষ ম্যাচে অভিষেক হলো আরও এক ক্রিকেটারের।

ক্রুনাল পান্ডিয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এক ঝাঁক ক্রিকেটার আইসোলেশনে। তাই দ্বিতীয় ম্যাচে অভিষেক করাতে হয়েছিল চারজনকে। সেই ম্যাচে নবদ্বীপ সাইনি ডান কাঁধে চোট পাওয়ায় শেষ ম্যাচে অভিষেক করানো হলো ডানহাতি পেসার সন্দ্বীপ ওয়ারিয়ারকে।

অথচ করোনাভাইরাসের কারণে বাইরে থেকে নেট বোলার পাওয়া যাবে না দেখে নেট বোলার হিসেবে নেয়া হয়েছিল ওয়ারিয়ারকে। সেই তিনিই এবার পেয়ে গেলেন আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ। সবমিলিয়ে চলতি সিরিজে ভারতের হয়ে খেলতে নামা ১৯তম ক্রিকেটার ওয়ারিয়ার।

ওয়ারিয়ারকে অভিষেক করিয়ে রেকর্ডের পাতায়ও নাম তুলে ফেলেছে ভারত। কোনো টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে সর্বোচ্চ ক্রিকেটার খেলানোর তালিকায় এতদিন ছিল অস্ট্রেলিয়া (বনাম ভারত, ২০১৬) ও রোমানিয়ার নাম (বনাম বুলগেরিয়া, ২০২০)। তারাও ভারতের সমান ১৯ জন খেলোয়াড় ব্যবহার করেছে সে দুই সিরিজে।

খেলা বিভাগের আরো খবর