মেসির ব্যালন ডি অর জেতা হবে ইতিহাসের সবচেয়ে নোংরামি, বললেন তিনি


খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ১০:২৯ পিএম
মেসির ব্যালন ডি অর জেতা হবে ইতিহাসের সবচেয়ে নোংরামি, বললেন তিনি

শিরোনামটা ঠিকই পড়েছেন। এবারের কোপা আমেরিকা জয়ের পর লিওনেল মেসির হাতে ব্যালন ডি অর দেখছেন অনেকে। ভাবছেন এ তো কেবল সময়ের ব্যাপার। এমন সময় ভিন্ন মত জানালেন ফ্রান্সের অলিম্পিক সোনাজয়ী বক্সার টনি ইয়োকার।


মেসি কেবল ব্যালনের যোগ্য নন বলেই ক্ষান্ত হননি তিনি। বলেছেন, আর্জেন্টাইন তারকা যদি সত্যিই এবার এই পুরস্কার পান, তাহলে সেটি হবে ইতিহাসের সবচেয়ে বড় নোংরামি। নিজের মন্তব্যের যুক্তিকতা বোঝাতে বেশ কিছু বিষয়ও তুলে এনেছেন এই ফরাসি বক্সার।  

ইন্সটাগ্রামের স্টোরিতে তিনি লিখেছেন, ‘এমন একটা সময়ে বাস করছি যখন লা লিগায় তৃতীয় হওয়া একটি দলের খেলোয়াড়কে ব্যালন ডি অর দিতে চাই। যার দল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ঘরের মাঠে ১-৪ গোলে হেরে বাদ পড়েছে, তাকে ব্যালন ডি অর দিতে চাই।’

তিনি আরও লেখেন, ‘যিনি সুপারকোপা ডি এস্পানার ফাইনালে লালকার্ড খেয়েছে এবং ম্যাচ হেরেছে, আমরা তার হাতে ব্যালন ডি অর তুুলে দিতে চাচ্ছি। শুধু মাত্র চিলি, ইকুয়েডর ও বলিভিয়ার সঙ্গে ৪টি গোল করার জন্য আমরা তাকে ব্যালন ডি অর দিয়ে দিচ্ছি।’

গত মৌসুমে মেসির পারফরম্যান্স উল্লেখ করে তিনি বলেন, ‘মেসি লা লিগায় ২৯ গোল করেছেন এর মধ্যে ২৪টিই পয়েন্ট তালিকার নিচের ৭ দলের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগে সে ৫ গোল করেছে যার মধ্যে ৪টিই পেনাল্টি থেকে। তিনি যদি এটা জিতে তাহলে এটি হবে ইতিহাসের সবচেয়ে নোংরা ব্যালন ডি’অর।’

 

খেলা বিভাগের আরো খবর