এক পয়েন্টের জন্য হার, অলিম্পিক থেকে রোমান সানার বিদায়


খেলা ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ১২:৩৬ পিএম
এক পয়েন্টের জন্য হার, অলিম্পিক থেকে রোমান সানার বিদায়

এবারই প্রথম অলিম্পিকের মঞ্চে আর্চারিতে খেলতে গিয়েছিলেন বাংলাদেশের রোমান সানা। মঙ্গলবার টোকিওর ইয়োমেনোসিমা আর্চারি গ্রাউন্ডে রিকার্ভ এককে প্রথম রাউন্ডে বাজিমাত করে দ্বিতীয় রাউন্ডেও উঠেছিলেন তিনি। তবে দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পার হওয়া হয়নি রোমানের।

কানাডার ক্রিস্পিন ডুয়েনাসের কাছে ৪-৬ সেট পয়েন্টে হেরে বিদায় নিয়েছেন রোমান। তবে শুরুটা দারুণ হয়েছিল তার। প্রথম সেটে ২৬-২৫ ব্যবধানে জিতে ২ পয়েন্ট নিয়ে নেন রোমান। তবে দ্বিতীয় ও তৃতীয় সেট হেরে যান তিনি।

এরপর রোমান চতুর্থ সেট জেতেন (২৭-২৬)। শেষ সেটটায় যখন তীর ছুড়তে শুরু করেন রোমান সানা তখন দুই জনের পয়েন্ট চার করে। জিতলেই শেষ ষোল- এমন এক পরিস্থিতির সেটটি রোমান হেরে গেলেন ২৬-২৫ ব্যবধানে।

এর আগে, ২৩ জুলাই মিশ্র ইভেন্টে দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি গড়ে প্রথমবার নকআউট পর্বে উঠেছিলেন রোমান। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শীর্ষ দল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরেছিল রোমান-দিয়া জুটি।

খেলা বিভাগের আরো খবর