২০২৬ সাল পর্যন্ত পিএসজিতে থাকছেন নেইমার


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ৮, ২০২১, ০৩:০৫ পিএম
২০২৬ সাল পর্যন্ত পিএসজিতে থাকছেন নেইমার

ব্রাজিলীয় তারকা নেইমারের পিএসজিতে থাকা না থাকা নিয়ে গুঞ্জন নতুন নয়। কদিন পরপর শোনা যায়, তিনি আবার পুরনো ক্লাব বার্সেলোনাতে যোগ দিচ্ছেন। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে শনিবার পিএসজির সঙ্গে আরো চার বছরের চুক্তি করছেন নেইমার।

পিএসজির সঙ্গে নেইমারের বতর্মান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ সালে। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ পর্যন্ত নেইমার পিএসজিতে থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগদানের পরপরই শোনা যাচ্ছিল নেইমার আবার স্পেনে ফিরবেন। কিন্তু পাঁচ বছর ফ্রান্সে কাটিয়ে দিয়েছেন তিনি। রেকর্ড ট্রান্সফার ফি ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে এসেছিলেন নেইমার। ফ্রান্সের গণমাধ্যম এল’ ইকুইপও প্রতিবেদন প্রকাশ করেছে, পিএসজির সঙ্গে নতুন চুক্তি নিয়ে পাকাপাকি কথা হয়েছে নেইমারের।

নেইমারের চুক্তির বিষয়টি নিশ্চিত হলেও আরেক তারকা কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। চলতি মৌসুম শেষে এমবাপ্পে পিএসজি ছাড়বেন কিনা তা এখনো অজানা।

গোনিউজ/আই

খেলা বিভাগের আরো খবর