আইপিএলের কোন দলের মালিক কে, দেখে নিন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০, ০৯:৩৬ এএম
আইপিএলের কোন দলের মালিক কে, দেখে নিন

প্রায় এক মাস ধরে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের ১৩তম আসর। সবার জানা, এখানে অংশগ্রহণকারী দল বা ফ্র্যাঞ্চাইজির সংখ্যা ৮টি- মুম্বাই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিট্যালস ও কিংস এলেভেন পাঞ্জাব।

এসব দলের অধিনায়ক, কোচ কিংবা তারকা খেলোয়াড়দের নাম প্রায় সবারই মুখস্থ বলা চলে। এমনকি কলকাতার মালিকপক্ষে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, কিংস এলেভেন পাঞ্জাবে আছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা- এসব তথ্যও জানা আছে অনেকেরই। তবে তারা একাই আবার মালিক নন এ দুই দলের, সঙ্গে আছেন আরও সহ-মালিক।

কলকাতা-পাঞ্জাবসহ ২০২০ সালের আইপিএল খেলা আট দলের মালিক কারা?- তা নিয়েই সাজানো হলো এ প্রতিবেদন

চেন্নাই সুপার কিংস: টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মালিক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের কোম্পানি চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড। তবে আগে চেন্নাইয়ের মালিক ছিলো শ্রীনিবাসনেরই আরেক প্রতিষ্ঠান ইন্ডিয়া সিমেন্টস।

মুম্বাই ইন্ডিয়ানস: আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি চারবার শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। এ দলটির মালিক ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি ও তার স্ত্রী নিতা আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: এখনও পর্যন্ত আইপিএলের শিরোপা জেতা হয়নি বিরাট কোহলির নেতৃত্বাধীন দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। তাদের মালিকপক্ষে রয়েছে ভারতের অ্যালকোহল জাতীয় পানীয় তৈরির প্রতিষ্ঠান ইউনাইটেড স্পিরিটস।

কিংস এলেভেন পাঞ্জাব: ব্যাঙ্গালুরুর মতো এখনও পর্যন্ত আইপিএল জেতেনি কিংস এলেভেন পাঞ্জাব। কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড ব্যানারের অধীনে পাঞ্জাবের মালিকপক্ষে রয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা, নেস ওয়াদিয়া, মোহিত বুরমান, দ্য ওবেরয় গ্রুপ এবং কারান পল।

রাজস্থান রয়্যালস: ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। তখন মালিকপক্ষে ছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তবে এখন তিনি নেই। বর্তমানে রাজস্থানের মালিকপক্ষ হলো মনোজ বাদল, লাচলান মুরদচ, আদিত্য চেলারাম এবং সুরেশ চেলারাম।

কলকাতা নাইট রাইডার্স: বলিউড বাদশাহ শাহরুখ খান ছাড়াও কলকাতার মালিকপক্ষে রয়েছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। তবে শাহরুখ রয়েছে রেড চিলিস এন্টেরটেইনমেন্ট ব্যানারে এবং জুহি চাওলা আছেন তার স্বামী জয় মেহতার প্রতিষ্ঠান মেহতা গ্রুপের ব্যানারে।

সানরাইজার্স হায়দরাবাদ: ২০১৩ সালে প্রথমবারের মতো আইপিএলে নাম লিখিয়ে ২০১৬ সালের আসরেই চ্যাম্পিয়ন হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। তাদের মালিকের নাম কালানিথি মারান, যিনি সান টিভি নেটওয়ার্কের মালিক।

দিল্লি ক্যাপিটয়ালস: শুরু থেকে দিল্লি ডেয়ারডেভিলস নামে খেললেও ২০১৯ সালে নাম বদলে করা হয়েছে দিল্লি ক্যাপিট্যালস। আইপিএলে এখনও পর্যন্ত ফাইনালেও খেলা হয়নি দিল্লির। এ দলটি মালিকানায় রয়েছে গান্ধী মল্লিকার্জুন রাওয়ের 'জিএমআর গ্রুপ' ও জিন্দাল সাউথ ওয়েস্ট (জেএসডব্লিউ)।

খেলা বিভাগের আরো খবর