স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় লুৎফর আর নেই


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ২৯, ২০২০, ০৪:৪২ পিএম
স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় লুৎফর আর নেই

না ফেরার দেশে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ও সংগঠক লুৎফর রহমান। সোমবার সকাল আটটা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

অনেক দিন ধরেই তিনি শয্যাশায়ী ছিলেন। চলাচল শক্তি ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ৩০ লাখ টাকা দিয়ে সহায়তা করেছিলেন। বাড়িতেই চিকিৎসা চলছিল। কিন্তু শেষ পর্যস্ত আর সুস্থ হলেন না।

লুৎফর রহমান যশোর জেলা ফুটবল ও হকি দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগে ওয়ারীতে ছিলেন। খেলতেন ফরোয়ার্ডে।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জনমত তৈরি করতে ভারতের মাটিতে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে স্বাধীন বাংলা দল। সেই দলে ছিলেন মুক্তিযোদ্ধা ফুটবলার লুৎফর।

লুৎফর রহমান ছোটবেলা থেকে ফুটবল এবং হকি খেলায় পারদর্শী ছিলেন। যশোর জেলাস্কুলে পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় স্কুলের এক খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরষ্কার পান। ১৯৬৫ থেকে ১৯৭৫ পর্যন্ত যশোর জেলা ফুটবল দলের হয়ে নিয়মিত অংশগ্রহণ করেন। এ ছাড়া ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান বোর্ড দলের পক্ষে পশ্চিম পাকিস্তানের সম্মিলিত বোর্ডের বিরুদ্ধে খেলেছিলেন।

১৯৭৩ সালে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে রাশিয়ার মিনস্ক ডায়নামো ফুটবল দলের বিরুদ্ধে মাঠে নামেন।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর