পাকিস্তানের ২৯ সদস্যের স্কোয়াড


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১২, ২০২০, ১২:৫৮ পিএম
পাকিস্তানের ২৯ সদস্যের স্কোয়াড

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ইংল্যান্ড সফরের জন্য ২৮ জন খেলোয়াড় এবং ১৪ জন সাপোর্ট স্টাফসহ মোট ৪২ জনের বিশাল বহর ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে একটি চমক আছে, সে তালিকায় যোগ হয়েছে আরও একটি নাম। সবমিলিয়ে নিজেদের পরের মিশনের জন্য ২৯ ক্রিকেটার ও ১৪ সাপোর্ট স্টাফের নাম জানিয়েছে পিসিবি।

সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো করার সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন হায়দার আলি। এছাড়া দলে অভিজ্ঞতা বাড়াতে ৩৬ বছর বয়সী পেসার সোহেল খানকেও রাখা হয়েছে ২৯ জনের স্কোয়াডে। পুরো দল ভাগ করা হয়েছে ৪ ওপেনার, ৯ মিডলঅর্ডার, ২ উইকেটরক্ষক, ১০ ফাস্ট বোলার ও ৪ স্পিনার দিয়ে।

জুলাইয়ের শুরুর দিকেই ইংল্যান্ডে চলে যাবে পাকিস্তান। কেননা সেখানে গিয়ে থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। এছাড়া নিজেদের দেশে কোন অনুশীলন ক্যাম্প করতে না পারায়, ইংল্যান্ডে গিয়েই নিজেদের অনুশীলন সারবে পাকিস্তান।

পাকিস্তানের ২৯ সদস্যের স্কোয়াড

ওপেনারঃ আবিদ আলি, ফাখর জামান, ইমাম উল হক এবং শান মাসুদ।

মিডল অর্ডারঃ আজহার আলি (অধিনায়ক), বাবর আজম (টেস্ট সহ অধিনায়ক, টি-টোয়েন্টি অধিনায়ক), আসাদ শফিক, ফাওয়াদ আলম, হায়দার আলি, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিক।

উইকেটরক্ষকঃ মোহাম্মদ রিজওয়ান এবং সরফরাজ আহমেদ।

ফাস্ট বোলারঃ ফাহিম আশরাফ, হারিস রউফ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান শিনওয়ারি এবং ওয়াহাব রিয়াজ।

স্পিনারঃ ইমাদ ওয়াসিম, কাশিফ ভাট্টি, শাদাব খান এবং ইয়াসির শাহ।

টিম ম্যানেজম্যান্ট
হেড কোচ- মিসবাহ উল হক
সহকারী হেড কোচ- শহিদ আসলাম
বোলিং কোচ- ওয়াকার ইউনিস
ফিল্ডিং কোচ- আব্দুল মাজিদ
স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ- ইয়াসির মালিক
টিম এনালিস্ট- তালহা বাট
ফিজিওথেরাপিস্ট- ক্লিফ ডেকন
ম্যাসিয়ার- মালাং আলি
ম্যানেজার- মনসুর রানা
সিকিউরিটি ম্যানেজার- কর্ণেল (অব.) উসমান রিফাত আনওয়ারি
মিডিয়া ম্যানেজার- রাজা রশিদ

বাড়তি টিম ম্যানেজম্যান্ট
ব্যাটিং কোচ- ইউনিস খান (শুধু ইংল্যান্ড সফর)
স্পিন কোচ- মুশতাক আহমেদ (শুধু ইংল্যান্ড সফর)
টিম ডক্টর- সোহেল সেলিম (শুধু ইংল্যান্ড সফর)

গোনিউজ২৪/এন

খেলা বিভাগের আরো খবর