বাসায় বসে কাজ করবেন বিসিবি’র কর্মীরা


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২১, ২০২০, ০৪:৪২ পিএম
বাসায় বসে কাজ করবেন বিসিবি’র কর্মীরা

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অফিসে না এসে নিজ নিজ বাসা থেকে কর্মীদের কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

শনিবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। বিসিবির এই সিদ্ধান্ত আগামীকাল রোববার থেকেই কার্যকর হবে।

করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মীদের নিয়ে বিশেষ সেমিনার আয়োজন করে বিসিবি। সেমিনার শেষে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, 'প্রতিটি বিভাগের ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলা হয়েছে। সবাইকে বোর্ডের একটা নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচালনা-সংক্রান্ত যে কাজগুলো থাকবে, সেগুলো যতটুকু সম্ভব কমিয়ে আনার চেষ্টা করব আমরা। জরুরি কিংবা খুবই গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কারও যেন উপস্থিত না হতে হয়।'

আইসিসি এবং এসিসির সঙ্গে যেন কোনো যোগাযোগ বিভ্রাট না হয় সেটিতেও সতর্ক থাকছে বিসিবি, 'আমরা চেষ্টা করব দূর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে। আমাদের কারও যদি অফিসে এসে কাজ করতে হয় সে ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে। এভাবেই আপাতত আমরা অফিসে চালিয়ে নেওয়ার পরিকল্পনা করছি। এই সময় যেকোনো ধরনের ছুটি নিতে বিসিবির কর্মীদের নিরুৎসাহিত করা হয়েছে।'

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর