‘টাইগারদের পাকিস্তান সফর অনিশ্চিত’


নিউজ ডেস্ক: প্রকাশিত: মার্চ ১৪, ২০২০, ০৭:২৯ পিএম
‘টাইগারদের পাকিস্তান সফর অনিশ্চিত’

করোনাভাইরাসের কারণে পাকিস্তানে বাংলাদেশ দলের তৃতীয় দফা সফর প্রায় অনিশ্চিত। ইতিমধ্যে এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিবির আলোচনা হয়েছে। বিসিবি প্রধান নাজমুল হাসান আজ জানিয়েছেন, দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

শনিবার গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে ব্যাংকার্স ক্রিকেটের ফাইনাল শেষে বিসিবি প্রধান বলেছেন, ‘এখন পর্যন্ত যা দেখছি চতুর্দিকে অবশ্যই অনিশ্চয়তা তো আছেই। আমরা অপেক্ষা করছি। কাল পরশুর মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এখন পর্যন্ত কিছু হয়নি। এটা এখনো প্রক্রিয়াধীন আছে। আমার মনে হয় দুই একদিনের মধ্যেই আমরা নিশ্চিত করতে বলতে পারব কী হতে যাচ্ছে। তবে সব জায়গায় ভ্রমণে যেভাবে বিধিনিষেধ দেওয়া হচ্ছে, সুযোগ কমই মনে হচ্ছে। খুবই কঠিন।’

তৃতীয় দফায় পাকিস্তান সফরে করাচিতে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। করোনাভাইরাসের কারণে ভিন্ন ভেন্যুতে সিরিজটি আয়োজন করার কথা শোনা যাচ্ছিল। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বিসিবি প্রধান, ‘সেই সুযোগ নেই। তবে সফরটি অন্য কোনো সময় করতে হতে পারে।’

করাচিতে ৩ এপ্রিল ওয়ানডে খেলার কথা বাংলাদেশের। ৫-৯ এপ্রিল করাচিতেই দ্বিতীয় টেস্ট।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর