এক ম্যাচে বাংলাদেশের ৩ রেকর্ড


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১১, ২০২০, ১০:৩০ পিএম
এক ম্যাচে বাংলাদেশের ৩ রেকর্ড

প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে দূর্বল হলেও প্রাপ্তির খাতায় সবই সমান। ধুঁকতে থাকা বাংলাদেশ ক্রিকেট দল ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একটি দুর্দান্ত সিরিজ পার করলো। তিন ফরম্যাটেই দাপট দেখানো টাইগাররা এই সিরিজে রেকর্ডের বন্যা বইয়েছে প্রতি ম্যাচেই। স্বপ্নের সিরিজের সমাপ্তি আজ। শেষ ম্যাচেও বাংলাদেশ গড়েছে বেশকিছু রেকর্ড।

প্রথমবারের মতো এমন জয়
১ ম্যাচের দ্বিপক্ষীয় টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশিত ফলের দেখাই পেল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবারের মতো কোনো দ্বিপক্ষীয় সিরিজে তিন সংস্করণেই সিরিজ জিতল বাংলাদেশ।

৮ বছর পর হোয়াইটওয়াশ
সফরকারী জিম্বাবুয়েকে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আর এরই সঙ্গে প্রায় ৮ বছর পর দুই কিংবা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনো দলকে হোয়াইটওয়াশের স্বাদ পেল মাহমুদউল্লাহ রিয়াদদের দল। 

২০১২ সালের জুলাইয়ে আয়ারল্যান্ডে বিপক্ষে সর্বশেষ ৩-০ তে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। সেবার যদিও আয়ারল্যান্ডের মাটিতে খেলতে গিয়েছিল তারা। দেশের মাটিতে প্রতিপক্ষকে দুই কিংবা তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের নজির অবশ্য এবারই প্রথম।   

দ্বিতীয় বৃহত্তম জয়
জিম্বাবুয়েকে মাত্র ১১৯ রানে আটকে, নিজেরা ম্যাচ জিতে নিয়েছে মাত্র ১ উইকেট হারিয়ে। জয় এসেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। যা কি না টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯ উইকেটের ব্যবধানে এর আগে মাত্র একবারই জিতেছিল বাংলাদেশ।

২০১৪ সালের বিশ্ব টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে। সে ম্যাচে আফগানদের মাত্র ৭২ রানে অলআউট করেছিল স্বাগতিকরা। পরে শুধুমাত্র তামিম ইকবালের উইকেট হারিয়েই পৌঁছে গিয়েছিল জয়ের লক্ষ্যে।

গোনিউজ২৪/এন

খেলা বিভাগের আরো খবর