আফ্রিকার বর্ষসেরা ফুটবলার সাদিও মানে


নিউজ ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২০, ০৩:৫১ পিএম
আফ্রিকার বর্ষসেরা ফুটবলার সাদিও মানে

প্রথমবারের মতো আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন সেনেগালের তারকা খেলোয়াড় সাদিও মানে। 

লিভারপুলের এই ফরোয়ার্ড পেছনে ফেলেছেন মিশরের অধিনায়ক ও ক্লাব সতীর্থ মোহাম্মদ সালাহ এবং আলজেরিয়ার ম্যানচেস্টার সিটি তারকা রিয়াদ মাহরেজকে। 

মিশরের হুরঘাদায় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের তারকাখচিত অনুষ্ঠানে মঙ্গলবার রাতে দেয়া হয় এই পুরস্কার। 

লিভারপুলের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জয়সহ অসাধারণ বছর কাটিয়েছেন ২৭ বছর বয়সী সাদিও মানে।

এল হাজি-ডিউফের পর সেনেগালের হয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকার সেরা হলেন মানে।  ২০০১ ও ২০০২ সালে লিভারপুলের সাবেক ফরোয়ার্ড ডিউফ এই পুরস্কার গ্রহণ করেছিলেন।

এবারের বর্ষসেরা আফ্রিকান নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন নাইজেরিয়ার বার্সেলোনা তারকা আসিসাত ওশোয়ালা। 
বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন আলেজরিয়াকে আফ্রিকাস ন্যাশন্স কাপ জেতানো জামেল বেলমাদি।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর