ফেডারেশন কাপের নতুন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২০, ০৬:৩১ পিএম
ফেডারেশন কাপের নতুন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

ফেডারেশন কাপের নতুন চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ২-১ গোলে জয় পায় দলটি। 

বসুন্ধরা কিংসের প্রথমবার শিরোপা জয়ে বড় অবদান ডানিয়েল কলিন্দ্রেসের জোড়া গোল। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বসুন্ধরা। কিন্তু কর্নার কিক থেকে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস দেলমন্তের হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন রহমতগঞ্জের ডিফেন্ডার নাহিদ। ১৪তম মিনিটে সহজ গোলের সুযোগ পায় রহমতগঞ্জ। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও ডি বক্সের ভেতর থেকে গোল করতে ব্যর্থ হন সোহেল মিয়া। তার নেয়া শট ফিরিয়ে দেন বসুন্ধরার গোলরক্ষক আনিসুর রহমান জিকো। প্রথমার্ধের শেষভাগে এগিয়ে যায় বসুন্ধরা।

৪১তম মিনিটে ডি-বক্সের ডান দিকে দিয়ে বিশ্বনাথ ঘোষের ক্রস থেকে হেডে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন কোস্টারিকান ফরোয়ার্ড কলিন্দ্রেস। বিরতির পর ব্যবধান বাড়াতে মরিয়া আক্রমণ শুরু করে কিংস। ৬৪তম মিনিটে সমতায় ফেরে রহমতগঞ্জ। শাহেদুল আলমের কর্নার থেকে হেড দিয়ে গোল করে দলকে সমতায় ফেরান রহমতগঞ্জের গাম্বিয়ান অধিনায়ক মামাদু বাহ। ৭৬তম মিনিটে আসে রহমতগঞ্জের গোলরক্ষকের ভুলের কারণে এগিয়ে যায় বসুন্ধরা। ডিফেন্ডার কামারার দেয়া ব্যাক পাস রহমতগঞ্জের গোলরক্ষক লিটনের কাছ থেকে কেড়ে নিয়ে জয়সূচক গোলটি করেন কলিন্দ্রেস।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর