রাজশাহীর বিপক্ষে ঢাকার জয়


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৯, ১১:১৫ পিএম
রাজশাহীর বিপক্ষে ঢাকার জয়

প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের কাছে বড় পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরলো ঢাকা প্লাটুন। মিরপুরে তামিম ইকবালের ব্যাটিং আর থিসারা পেরেরার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে কুমিল্লা ওয়ারিয়র্সকে ২০ রানে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।

১৮১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিল কুমিল্লা ওয়ারিয়র্স। ভয়ংকর চেহারায় হাজির হতে চেয়েছিলেন ওপেনার মাহিন্দা রাজাপাকসে। কিন্তু ১২ বলে ৩ চার আর ২ ছক্কায় ২৯ রান করা এই ব্যাটসম্যানকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে দেন মাশরাফি।

এরপর দ্রুতই ফিরেন ইয়াসির আলি (৩)। তৃতীয় উইকেটে দলকে অনেকটা এগিয়ে নেন সৌম্য সরকার আর ডেভিড মালান। সৌম্য ঝড়ো ব্যাটিংয়ে ২৬ বলে ৩৫ রান (৫ চার আর ১ ছক্কায়) করেন। তবে মালান ঠিক টি-টোয়েন্টির ব্যাটিংটা করতে পারেননি। বল খরচ করে এগিয়ে যেতে থাকেন তিনি।

মাঝে সাব্বির রহমান (৪) আর দাসুন শানাকাকে (০) তুলে নেন থিসারা পেরেরা। ১৮তম ওভারের শেষ বলে ওয়াহাব রিয়াজের শিকার হন ধীরগতিতে এগিয়ে যাওয়া মালানও। ৩৬ বল খেলে তিনি করেন ৪০ রান। রানের চাপ তখন মাথার ওপরে কুমিল্লার।

একটু আশা জাগিয়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ২৭ বলে ১ চার আর ২ ছক্কায় ৩৭ রান করা উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকেও তুলে নেন থিসারা পেরেরা। ঢাকার জয় তখন বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে। লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা আর অসাধ্য সাধন করতে পারেননি।

থিসারা পেরেরা ৪ ওভারে ৩০ রান খরচ করে নেন ৫টি উইকেট। ওয়াহাব রিয়াজ ২টি, মাশরাফি আর মেহেদী হাসান নেন ১টি করে উইকেট।

এর আগে দেশসেরা এই ওপেনার তামিম ইকবালের ঝড়ো ৭৪ রানের সঙ্গে থিসারা পেরেরার বিধ্বংসী ৪২ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৮০ রান তুলে ঢাকা প্লাটুন।

গো নিউজ২৪/আই 

খেলা বিভাগের আরো খবর