৬৮ রানেই শেষ রংপুর, কুমিল্লার বিশাল জয়


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৯, ০৬:৫৭ পিএম
৬৮ রানেই শেষ রংপুর, কুমিল্লার বিশাল জয়

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিনে দ্বিতীয় ম্যাচে রংপুর রেঞ্জার্সকে বিশাল ব্যবধানে পরাজিত করলো কুমিল্লা ওয়ারিয়র্স। 

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলতে সক্ষম হয় কুমিল্লা ওয়ারিয়র্স।জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় রংপুর। কুমিল্লা জিতেছে ১০৫ রানের বড় ব্যবধানে।এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা।

রংপুর রান তাড়ায় নেমে একবারের জন্যও জয়ের কথা ভাবতে পারেনি। কোনোমতে গড়িয়ে গড়িয়ে এগিয়েছে। চোটে জাকির হাসান ব্যাটিংয়ে নামতে না পারায় শেষপর্যন্ত তারা থেমেছে ১৪ ওভারে, ৬৮ রানে।

দলের হয়ে মোহাম্মদ শাহজাদ (১৩), মোহাম্মদ নাইম (১৭), জহুরুল ইসলাম (৫), ফজলে মাহমুদ (১), লুইস গ্রেগরি (০) এবং অধিনায়ক মোহাম্মদ নবি করেছেন ১১ রান। 

কুমিল্লার পক্ষে বল হাতে সবচেয়ে সফল আল আমিন হোসেন, ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন এই পেসার। ২টি করে উইকেট নেন সৌম্য সরকার আর সানজামুল ইসলাম।

এর আগে ব্যাটিংয়ে নেমে খুব একটা স্বস্তিতে ছিল না কুমিল্লা ওয়ারিয়র্সও। রংপুর রেঞ্জার্সের বোলারদের তোপে রীতিমত কোণঠাসা হয়ে পড়েছিল দলটি। কিন্তু অধিনায়ক দাসুন শানাকা শেষটায় এসে ভয়ংকর চেহারায় হাজির হলেন।

২৩ বলে ফিফটি, তারপর ইনিংসের একদম শেষ ওভার পর্যন্ত দলকে একাই টেনে নেন লঙ্কান এই অলরাউন্ডার। মিরপুরে তার বিধ্বংসী ব্যাটে ভর করেই ৭ উইকেটে ১৭৩ রানের বড় পুঁজি পায় কুমিল্লা ওয়ারিয়র্স।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর