বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান চলছে


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৯, ০৬:২০ পিএম
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান চলছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানটি রোববার বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হয়। বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের ব্যপ্তিকাল হবে সাড়ে ৫ ঘণ্টা। শেষ হবে রাত ১০টায়।

এবারের আসরকে স্মরণীয় করে রাখতে বর্ণিল উৎসবের মধ্য দিয়ে উদ্বোধন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই উৎসবের জন্য পুরোপুরি বর্ণিল সাজে সেজেছে ‘হোম অব ক্রিকেট’ তথা শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। রোববার সন্ধ্যায় ৭টার দিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ এই বিপিএলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর কিছুক্ষণ চলে আতশবাজি।

বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে ঢাকায় রয়েছেন জনপ্রিয় বলিউড সুপারস্টার সালমান খান, ক্যাটরিনা কাইফ, সনু নিগম ও কৈলাস খের। এছাড়া দেশি তারকাদের মধ্যে গান করেন জেমস। 

অনুষ্ঠানের শুরুতে পারফর্ম করেন বাংলাদেশি ‘ডি-রকস্টার’ তারকা মঈদুল ইসলাম খান শুভ। এরপর একে একে দর্শক মাতাতে মঞ্চে আসেন রেশমি মির্জা, জেমস।জেমসের পরই সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মঞ্চে আসেন ভারতীয় সঙ্গীত তারকা সনু নিগম। তার পরিবেশনা শেষে কিছুক্ষণ বিরতির পর গান গাইতে মঞ্চে আসেন ভারতীয় সঙ্গীত তারকা কৈলাস খের।

কৈলাসের পরিবেশনা শেষে মঞ্চে আসবেন বলিউডের তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এর ঠিক পরেই মঞ্চে আসবেন মূল আকর্ষণ বলিউড ‘ভাইজান’ সালমান খান। একক পরিবেশনা শেষে ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে তার দ্বৈত পরিবেশনার মাধ্যমে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। 

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর