মাছরাঙা ও জিটিভিতে দেখাবে ‘বঙ্গবন্ধু বিপিএল’


নিউজ ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ০৮:২৩ পিএম
মাছরাঙা ও জিটিভিতে দেখাবে ‘বঙ্গবন্ধু বিপিএল’

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)।রোববার এই আয়োজনে পারফর্ম করবেন ভারত-বাংলাদেশের ৬ শিল্পী।

আয়োজনের প্রধান আকর্ষণ হিসাবে থাকছেন বলিউডের দুই তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এছাড়া থাকছেন বলিউডের দুই জনপ্রিয় গায়ক সোনু নিগম ও কৈলাশ খের। অন্যদিকে বাংলাদেশ থেকে মঞ্চ মাতাবেন জেমস ও মমতাজ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ ডিসেম্বর দুপুর ৩টা থেকে প্রবেশ করা যাবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। বিকাল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন।

এদিকে এবারের বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আসরের সব খেলা সরাসরি সম্প্রচার করবে দেশের অন্যতম দুই বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙা ও জিটিভি। আলাদা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছে বেসরকারি টিভি চ্যানেল দুইটি।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর