এসএ গেমসে স্বর্ণজয়ী মারজান হাসপাতালে


নিউজ ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৯, ০৩:২১ পিএম
এসএ গেমসে স্বর্ণজয়ী মারজান হাসপাতালে

১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশের হয়ে স্বর্ণ জেতা মারজান আক্তার প্রিয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার তিনি দ্বিতীয় স্বর্ণের জন্য লড়তে গিয়ে গুরুতর আহত হন। 

কাঠমান্ডু থেকে বাংলাদেশ কন্টিনজেন্ট সূত্রে জানা গেছে, স্থানীয় ব্লু ক্রস হাসপাতালে ভর্তি করা হয়েছে মারজানকে। তিনি ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। পরে সিটি স্ক্যানের পর নিউরো স্পেশালিস্ট বলেছেন, মাথায় আঘাতের ফলে বড় ধরণের কোনো ক্ষতি হয়নি।আমরা তাকে পর্যবেক্ষণ করেছি। কিছু ব্যথানাশক দিয়েছি। দুশ্চিন্তার কিছু নেই। তবে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার আগে মারজানকে দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা জানান চিকিৎসক।

দুপুরে শ্রীলংকার বিরুদ্ধে দলগত কুমিতে খেলছিলেন মারজান। তার সঙ্গী ছিলেন হুমায়রা আক্তার অন্তরা ও মাউনজেরা বন্যা।

এর আগে মঙ্গলবার মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের দ্বিতীয় স্বর্ণ পদক এনে দিয়েছিলেন মারজান আক্তার প্রিয়া।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর