এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ পদক এনে দিলেন দিপু


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৯, ০৪:০১ পিএম
এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ পদক এনে দিলেন দিপু

এশিয়ান গেমসের (এসএ) ১৩তম আসরে বাংলাদেশকে প্রথম স্বর্ণ পদক এনে দিলেন দিপু চাকমা। তায়কোয়ান্দোতে এই পুরস্কারটি জেতেন তিনি।

সোমবার নেপালে অনুষ্ঠিত এসএ গেমসের দ্বিতীয় দিনে স্বর্ণ পদক অজর্ন করেন তিনি।

তায়কোয়ান্দোতে ছেলেদের এককে পুমসায় ২৯ অথবা এর বেশি ওজনে ভারতের প্রতিযোগীকে হারিয়ে বাংলাদেশকে প্রথম সোনা জেতান রাঙামাটির ছেলে দিপু।

তায়কোয়ান্দো ইভেন্টে আসরের প্রথম স্বর্ণ জিতেছে বাংলাদেশ। দিপু চাকমা এই ইভেন্টে বাংলাদেশের পতাকা তুলেছেন সবার উপরে। স্বর্ণ জেতার পথে দিপু স্কোর করেন ১৬.২৪। তিনি পরাজিত করেন শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও নেপালের প্রতিযোগীদের।

এমন অর্জনের পর প্রতিক্রিয়ায় আবেগে আত্মহারা দিপু বলেন, ‘আমি এখনো ঘোরের মধ্যে আছি। বিশ্বাস করতে পারছি না যে স্বর্ণ জিতেছি। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’

দিপু ছাড়াও তায়কোয়ান্দো থেকে এদিন আরও দুটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ১৩তম এসএ গেমসের দ্বিতীয় দিনে তিন ব্রোঞ্জ আর এক স্বর্ণসহ এখন পর্যন্ত ছয়টি পদক জিতে নিয়েছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা।

এর আগে ১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন হুমায়রা আক্তার অন্তরা। সিটে ছিলো বোঞ্জ পদক। 

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর