তিন দিনেই শেষ ইন্দোর টেস্ট, বাংলাদেশের বড় হার


নিউজ ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ০৫:২৮ পিএম
তিন দিনেই শেষ ইন্দোর টেস্ট, বাংলাদেশের বড় হার

হারের মঞ্চটা তো প্রস্তুতই ছিল। তারপরও তিন দিনেই এমন পরাজয় অপ্রত্যাশিত! তবে বিস্ময়কর নয়। আগের দিন প্রচণ্ড হতাশায় কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, কাঠামোয় পরিবর্তন না আনলে টেস্টে হারতেই থাকবে বাংলাদেশ! ঠিক তাই হয়েছে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। নাম্বার ওয়ান দলের বিপক্ষে মাঠে নেমে শুধু হতাশাই সঙ্গী হয়েছে টাইগারদের। ব্যাটসম্যানরা যেন ভুল গেলেন কিভাবে ব্যাট চালাতে হয়। এক আবু জায়েদ রাহি ছাড়া বোলাররাও সেই একই পথের পথিক!

শনিবার ইন্দোর টেস্টের তৃতীয় দিনে চা বিরতির পরে দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে অলআউট বাংলাদেশ। এর আগে ১ম ইনিংসে দল তুলেছিল মাত্র ১৫০ রান। জবাবে ভারত ১ম ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৪৯৩ রানে। ব্যবধানটা আকাশ-পাতাল! বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই হারল ইনিংস ও ১৩০ রানে! দুই দিন আগেই হাসিমুখে মাঠ ছাড়ল বিরাট কোহলির দল।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। যেখানে গোলাপি বলে দিবা-রাত্রির ম্যাচে লড়বে দুই দল।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর