একজনের কাছেই হেরেছে বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯, ১১:২৬ পিএম
একজনের কাছেই হেরেছে বাংলাদেশ

পাহাড়টা টপকানো হলো না টাইগারদের! তিন ম্যাচ টি২০ সিরিজের শিরোপা নিজেদের করে নিল ভারত।তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ।নির্ধারিত ২০ ওভারের ২ বল বাকি থাকতেই ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

বলা চলে একজনের কাছেই হেরেছে বাংলাদেশ। ১০ উইকেটের মধ্যে ৬ উইকেটই নিলেন দীপক চাহার। করেছেন হ্যাটট্রিকও। তার বোলিংয়ের কোনো জবাব ছিল না বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে। ১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪৪ রানে গুটিয়ে যান লাল সবুজের প্রতিনিধিরা। ৩০ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। 

এর আগে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান করে স্বাগতিকরা।জয়ের জন্য ১৭৫ রানের বিশাল টার্গেট পায় বাংলাদেশ।

ভারতের পক্ষে ৩৩ বলে ৬২ রান করেন শ্রেয়াস আয়ার।এছাড়া ৩৫ বলে ৭ বাউন্ডারিতে ৫২ রান করেছেন লোকেশ রাহুল।

বাংলাদেশের পক্ষে বল হাতে ২টি করে উইকেট পেয়েছেন সৌম্য সরকার এবং শফিউল ইসলাম।

রোববার সন্ধ্যায় নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলনেতা মাহমুদউল্লাহ রিয়াদ।

এর আগে দিল্লিতে সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। তবে রাজকোটে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারত। 

বাংলাদেশ একাদশ :

লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম।

ভারতীয় একাদশ :

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, রিশাভ পান্ত, শিভাম দুবে, মনিশ পাণ্ডে, ওয়াশিংটন সুন্দর, ইয়ুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর