টস জিতল বাংলাদেশ, ব্যাটিংয়ে ভারত


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯, ০৭:২৩ পিএম
টস জিতল বাংলাদেশ, ব্যাটিংয়ে ভারত

তিন ম্যাচ টি২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলনেতা মাহমুদউল্লাহ রিয়াদ।

রোববার সন্ধ্যা ৭টায় টস অনুষ্ঠিত হয়। খেলা শুরু হয় সাড়ে ৭টায়। এর আগে দিল্লিতে সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। তবে রাজকোটে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারত। 

এদিকে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পুরনো রেকর্ড বলছে, এখানে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন। সেক্ষেত্রে ব্যাটসম্যানদের উইকেটে টিকে থাকাই হবে আসল চ্যালেঞ্জ। পাশাপাশি ভারতের অতীতও খুব একটা সুখকর নয়। আজকের আগে এই মঞ্চে তিনটি টি২০ ম্যাচে অংশ নেয় তারা। যেখানে মাত্র একটিতে জয় পেয়েছিল।

চার-ছক্কার ক্রিকেটে এই মাঠে অদ্যাবধি সর্বোচ্চ ২১৫ রান। ২০০৯ সালে স্বাগতিক ভারতের বিপক্ষেই এই বড় সংগ্রহ গড়েছিল শ্রীলংকা। সে ম্যাচে অবশ্য জয় পায়নি ভারত। আর বেশিরভাগ টোটাল ১২০ বা ১২৫ প্লাসের মধ্যে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম।

ভারতীয় একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, রিশাভ পান্ত, শিভাম দুবে, মনিশ পাণ্ডে, ওয়াশিংটন সুন্দর, ইয়ুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর