দাপুটে জয়ে সমতায় ফিরল ভারত


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৯, ১১:০০ পিএম
দাপুটে জয়ে সমতায় ফিরল ভারত

বাংলাদেশের লক্ষ্য ছিল সিরিজ জয়, আর ভারতের সিরিজে ফেরা। বৃহস্পতিবার রাজকোটে দুই দলের এই লড়াইয়ে জয়ী ভারত। যে জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরাল স্বাগতিকেরা।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এদিন টাইগারদের ৮ উইকেটে হারিয়েছে ভারত।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়েছিল বাংলাদেশ। দারুণ শুরুর পরও বাংলাদেশ নিজেদের সংগ্রহকে বেশি দূর নিতে পারেনি। ৬ উইকেটে ১৫৩ রানের পুঁজি গড়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ১৫৪ রানের লক্ষ্যটা ২৬ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে ভারত।

দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান দাপুটে শুরু এনে দেন দলকে। এই দুইয়ের ব্যাটে ৯.২ ওভারেই দলীয় ১০০ পূরণ করে ভারত। শততম টি-টোয়েন্টি খেলতে নামা রোহিত ২৩ বলে ফিফটি পূরণ করেন। শেষ পর্যন্ত আমিনুলের শিকার হয়ে ফেরার আগে ৪৩ বলে করেন ৮৫ রান। ৬টি করে চার ও ছক্কা হাঁকান তিনি।

তার আগে আমিনুলের প্রথম শিকার ছিলেন ধাওয়ান। ২৭ বলে ৪ চারে ৩১ রান করেন এই ওপেনার। ভারতের বাকি কাজটা সারেন লোকেশ রাহুল ও শ্রেয়াস আয়ার।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর