১৫৩ তে আটকাতে হবে ভারতকে


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৯, ০৯:৩৪ পিএম
১৫৩ তে আটকাতে হবে ভারতকে

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জিং স্কোর করতে পারেনি বাংলাদেশ। বৃহস্পতিবার ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৫৩ রান। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে সিরিজ জয়ের স্বাদ পেতে ১৫৩ মধ্যেই আটকাতে হবে স্বাগতিকদের। 

রান তাড়ায় দল দুর্দান্ত- স্রেফ এ কারণেই টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। দিল্লিতে আগের ম্যাচেই শুরুতে ব্যাট করতে নেমে বড় পুঁজি না গড়েই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। তবে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য মন্দ ছিল না বাংলাদেশের।

বিশেষ করে পাওয়ার প্লেতে দলকে পথ দেখিয়েছেন লিটন দাস ও ওপেনিংয়ে নামা মোহাম্মদ নাঈম শেষ। প্রথম ৬ ওভারেই দলের সংগ্রহে বিনা উইকেটে ৫৪ রান। মনে হচ্ছিল ব্যাটিং উইকেটে সুযোগটা কাজে লাগাবে দল। বেশ মেজাজেই ছিলেন দুই ওপেনার।

তিন ম্যাচের এই সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম (শেখ), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

ভারতীয় একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, স্রেয়াশ আয়ার, রিশাভ পান্ত, ক্রুনাল পান্ডিয়া, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, ইয়ুজবেন্দ্র চাহাল, খলিল আহমেদ।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর