রাজকোটে ইতিহাস সৃষ্টিতে লড়বেন যারা


নিউজ ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৯, ০৪:২৭ পিএম
রাজকোটে ইতিহাস সৃষ্টিতে লড়বেন যারা

ইতিহাস সৃষ্টির লক্ষ্যে রাজকোটে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ম্যাচটিতে জিতলেই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উল্লাসে মাতবেন মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমরা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি। এর আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

ম্যাচটিতে কেমন হবে বাংলাদেশের একাদশ? বাংলাদেশ দল সাধারণত উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না। রাজকোটে আজকের ম্যাচেও অপরিবর্তিত একাদশ নামার সম্ভাবনাই বেশি। বুধবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অকপটেই সাংবাদিকদের সেটি জানিয়েছেন, জয়ী একাদশই ধরে রাখতে চান তারা। এখন পর্যন্ত সবাই চোটমুক্ত আছে। একাদশে পরিবর্তন আসার কোনো সম্ভাবনা দেখছেন না বলে জানান তিনি।

তবে অধিনায়ক মাহমুদউল্লাহ সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন, উইকেট শুকনো হলে একাদশে পরিবর্তন থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে একজন পেসার কমিয়ে হয়তো ব্যাটসম্যান বাড়াবে বাংলাদেশ দল। তবে অধিনায়ক নিজেও উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষে নন।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: 

লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম/মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন/আরাফাত সানি ও শফিউল ইসলাম।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর