হান্ড্রেড বল ক্রিকেটে বাংলাদেশের ১১ জন


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৯, ০৮:২৩ পিএম
হান্ড্রেড বল ক্রিকেটে বাংলাদেশের ১১ জন

ইংল্যান্ডের ঘরোয়া নতুন টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এর ড্রাফটের জন্য পূর্ণ খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী রোববার হতে যাওয়া ড্রাফটে থাকছেন মোট ১১ বাংলাদেশি ক্রিকেটার।

১০০ বলের নতুন এই ফরম্যাটে খেলবে মোট ৮টি দল। সাকিব আল হাসান যে এই আসরের ড্রাফটে থাকছেন সেটি জানা গিয়েছিল অনেক আগেই। পরে জানা যায় সাকিব সহ থাকছেন মোট ৬ ক্রিকেটার। অন্য পাঁচজন ছিলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

এবার সেই তালিকায় নতুন যোগ হয়েছেন- মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ এবং আবু হায়দার রনি।

সাকিব ও তামিম এই দুই ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ পাউন্ড। একই ভিত্তিমূল্য থাকছে আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল, রশিদ খান, সন্দিপ লামিচানে, কেন উইলিয়ামসন, ডোয়াইন ব্রাভো, সুনিল নারিন, কিয়েরন পোলার্ডের ক্ষেত্রে।

মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ হাজার পাউন্ড। লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকের ভিত্তি মূল্য ৪০ হাজার পাউন্ড। তাসকিন, রনি, মিঠুন, মাহমুদউল্লাহ, সাইফউদ্দিনের ভিত্তিমূল্য ঠিক হয়নি।

অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের মতো তারকাও রয়েছেন এই ড্রাফটে।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর