ইতালির গোলবন্যা


নিউজ ডেস্ক: প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৯, ১০:১৭ এএম
ইতালির গোলবন্যা

লিখটেনস্টাইনকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে রক্ষণধর্মী খেলায় অভ্যস্ত ইতালিকে যেন গোলের নেশা পেয়ে বসেছিল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে একের পর এক গোলে দুর্বল প্রতিপক্ষটিকে উড়িয়ে দিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচটিতে ৫-০ গোলের জয় পায় ইতালি। প্রথমার্ধে একটি গোলের পর দ্বিতীয়ার্ধে আরও চারটি গোল পায় আগেই ইউরোর মূল পর্ব নিশ্চিত করা রবের্তো মানচিনির দল।

খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই ইতালিকে এগিয়ে নেন ফেডেরিকো বের্নারদেস্কি। এরপর প্রথমার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি অতিথি দল। শেষ দিকে আক্রমণের গতি আরও বাড়ায় তারা। শেষ তিরিশ মিনিটে দলটি তুলে নেয় আরও চারটি গোল!

এই সময়ে জোড়া গোল করেন স্ট্রাইকার আন্দ্রে বেলোত্তি। একটি করে গোল করেন সেন্টার-ব্যাক আলেসিও রোমাগনোলি ও ফরোয়ার্ড স্টেফান এল সারাওয়ে।

এবারের বাছাইয়ে এখন পর্যন্ত অপরাজিত ইতালি। এখন পর্যন্ত আট ম্যাচ খেলে সবকটি জিতে ২৪ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে আছে তারা। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে ফিনল্যান্ড।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর