টাইব্রেকারে ভারতের কাছে শিরোপা হাতছাড়া কিশোরীদের


নিউজ ডেস্ক: প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯, ০৯:১৫ পিএম
টাইব্রেকারে ভারতের কাছে শিরোপা হাতছাড়া কিশোরীদের

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে ভারতের কাছে টাইব্রেকারে হারল বাংলাদেশ। ফলে শিরোপা পুনরুদ্ধার করা হলো না লাল-সবুজের মেয়েদের। ভারতের মেয়েরা ধরে রাখল শিরোপা।

মঙ্গলবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচটি। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধেও একই গল্প। নিয়ম অনুযায়ী খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। যেখানে ৫-৩ গোলে জয় নিশ্চিত করে ভারত। বাংলাদেশের পক্ষে প্রথম পেনাল্টিটিই মিস করেছেন অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র।

আগের দুই আসরেও ফাইনাল খেলেছিল ভারত ও বাংলাদেশ। ২০১৭ সালে টুর্নামেন্টের প্রথম আসরে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। সেবার নিজেদের মাঠে গোলাম রব্বানী ছোটনের দল ভারতকে হারায় ১-০ গোলে। তবে ২০১৮ সালে এই ভুটানেই ভারতের কাছে সমান ব্যবধানে হেরে রানার্সআপ হতে হয় বাংলাদেশকে।

এদিন ম্যাচের ৫৫ মিনিটে বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকার নেমে আসে স্টেডিয়ামে। খেলা বন্ধ ছিল প্রায় আধ ঘণ্টা।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর