ব্যর্থ সাকিব, হেরেছে বার্বাডোস


নিউজ ডেস্ক: প্রকাশিত: অক্টোবর ৭, ২০১৯, ১০:৫৬ এএম
ব্যর্থ সাকিব, হেরেছে বার্বাডোস

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টিতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ছন্দহীন বোলিংয়ের পর ব্যাটিংয়েও জ্বলতে পারেননি সাকিব আল হাসান। বাংলাদেশি এই তারকার নৈপুণ্যহীনতার দিনে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরেছে বার্বাডোস ট্রাইডেন্টস।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় ভোরে শেষ হওয়া ম্যাচটিতে ৩০ রানে হারে বার্বাডোস। ম্যাচটিতে হারায় ফাইনালে ওঠার জন্য অপেক্ষা বাড়লো দলটির। ফাইনালে উঠতে হলে এলিমিনেটর পর্বে জয় পাওয়া ত্রিনবাগো নাইট রাইডার্সকে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারাতে হবে সাকিবদের।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে মাত্র ৩ উইকেটে ২১৮ রান করেন গায়ানা। অপরাজিত ১৩২ রানের ইনিংস খেলেন ওপেনার ব্র্যান্ডন কিং। অন্যদের মধ্যে চন্দরপল হ্যামরাজ ২৭, অধিনায়ক শোয়েব মালিক ৩২ রান করেন।

বার্বাডোসের বোলারদের মধ্যে দুটি উইকেট নেন হেইডেন ওয়ালস। একটি উইকেট নেন জেসন হোল্ডার। সাকিব চার ওভার বোলিং করে ৪৬ রান দিয়েও কোনো উইকেটের দেখা পাননি।

জয়ের ২১৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৮৮ থেমে যায় বার্বাডোসের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন জোনাথন কার্টার। অন্যদের মধ্যে অ্যালেক্স হলস ৩৬ ও অধিনায়ক জেসন হোল্ডার ২৯ রান করেন। পাঁচ রান করতেই আউট হয়ে ফেরেন সাকিব।

গায়ানার বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন রোমারিও শেফার্ড। দুটি করে উইকেট নেন ইমরান তাহির ও ওডিন স্মিথ। 

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর